For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে ইউনিয়ন দখল পুরভোটের আগে, অধীর-গড়ে শক্তিবৃদ্ধি কংগ্রেসের

তৃণমূলে ভাঙন ধরিয়ে ইউনিয়ন দখল পুরভোটের আগে,অধীর-গড়ে শক্তিবৃদ্ধি কংগ্রেসের

Google Oneindia Bengali News

বহরমপুরে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন ভেঙে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন দুই শতাধিক কর্মী। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর হাত ধরে কর্মীরা ফের পুরনো দলে ফিরে আসেন। তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে বলেন, কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরেছে। তাই অধীর চৌধুরীর নেতৃত্বে লড়াই করার জন্য কংগ্রেসের ছত্রছায়ায় এসেছেন।

অধীর-গড়ে কংগ্রেসের শক্তিবৃদ্ধি

অধীর-গড়ে কংগ্রেসের শক্তিবৃদ্ধি

অধীর-গড়ে কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির তৃণমূল ইউনিয়নের সদস্যদের যোগদানে। এই সমিতি আজ অলাভজনক সংস্থায় পরিণত হয়েছে। কর্মীদের হালও খারাপ। অথচ এই সংস্যা লাভজন সংস্থা ছিল কয়েকবছর আগেও। তাই পুরনো দিন ফিরিয়ে আনতে ফের তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ছত্রছায়ায় এলেন সংস্থার কর্মীরা।

তৃণমূল কংগ্রেসে ধাক্কা অধীর-গড়ে

তৃণমূল কংগ্রেসে ধাক্কা অধীর-গড়ে

অধীরের গড়ে বিভিন্ন সংস্থার দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। অধীরকে বহরমপুরের মাটিতে হারিয়ে কংগ্রেসের কফিনে শেষ পেরেক গেঁথে দেওয়ার যে লক্ষ্যমাত্রা রেখেছিলেন শুভেন্দু অধিকারী, সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি। অধীর একক শক্তিতে জিতে তাঁর ক্যারিশ্মা দেখিয়ে দিয়েছেন।

তৃণমূল ভেঙে কংগ্রেসে ফেরার প্রবণতা

তৃণমূল ভেঙে কংগ্রেসে ফেরার প্রবণতা

লোকসভায় অধীরে কামব্যাকের পর থেকেই তৃণমূল ভেঙে কংগ্রেসে ফেরার প্রবণতা বাড়ছে। পুরসভার কাউন্সিলর, গ্রাম-পঞ্চায়েতের সদস্যরা তো কংগ্রেসের হাত ধরছিলেনই, এবার ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির ইউনিয়ন ভেঙে কংগ্রেসে যোগদান করলেন কর্মীরা।

দলবদলে তৃণমূল কংগ্রেস জোর ধাক্কা

দলবদলে তৃণমূল কংগ্রেস জোর ধাক্কা

পুরসভা ভোটের আগে এই দলবদলে তৃণমূল কংগ্রেস জোর ধাক্কা খেল। বিশেষ করে মুর্শিদাবাদে তৃণমূলের অভিযান ধাক্কা খেল শুভেন্দু অধিকারীদের। ফের অধীর চৌধুরীর পায়ের তলার মাটি শক্ত হচ্ছে পুরনো কর্মীদের পাশে ফিরে পেয়ে। এদিন মনোজ চক্রবর্তীর হাত ধরে যাঁরা এলেন, তাঁরা পুরনো কংগ্রেস কর্মী বলেই পরিচিত।

তৃণমূলকে নিশানা মনোজ চক্রবর্তীর

তৃণমূলকে নিশানা মনোজ চক্রবর্তীর

মনোজ চক্রবর্তী জানান, এই সংস্থার দায়িত্বে যখন অধীর চৌধুরী ছিলেন, এই সংস্থা ছিল সোনার সংসার। এই সংস্থার কর্মীদের ছলে বলে কৌশলে ভুল বুঝিয়ে তৃণমূলের দিকে নিয়ে গিয়ে সাড়ে সর্বনাশ করেছে তৃণমূল। কর্মীরা বুঝেছে তৃণমূলের নেতৃত্বে বাঁচবে না সংস্থা। তাই তাঁরা কংগ্রেসে যোগ দিয়ে সংস্থাকে বাঁচাতে অধীর চৌধুরীর নেতৃত্বে লড়তে চাইছেন।

English summary
Congress increases power to break TMC in Adhir-fort Murshidabad. Full union of Bhagirathi dugdha samabay samiti changes to Congress,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X