For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেস জোট হচ্ছে না লোকসভায়! একলা চলার সম্মিলিত প্রস্তাব রাহুলের দরবারে

বাংলায় জোট হচ্ছে না বামফ্রন্ট ও কংগ্রেসের। বামফ্রন্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Google Oneindia Bengali News

বাংলায় জোট হচ্ছে না বামফ্রন্ট ও কংগ্রেসের। বামফ্রন্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশের কংগ্রেসের পক্ষ থেকে ৪২ জনের একটি সম্ভাব্য তালিকা তৈরি করে দিল্লিতে হাইকমান্ডের কাছে পাঠানো হচ্ছে। তারপরই চূড়ান্ত হবে কংগ্রেসের প্রার্থী তালিকা।

বাম-কংগ্রেস জোট হচ্ছে না

শনিবার প্রদেশ কংগ্রেস দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নেতা-নেত্রীরা। সেখানে অধিকাংশ নেতার প্রস্তাব, প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট ঠিক করেনি। দিল্লিকে অবিলম্বে জানিয়ে দেওয়া হোক, কোনও দরকার নেই জোটের। রাজ্যে একা লড়বে কংগ্রেস। সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। দীপা দাশমুন্সি থেকে শুরু করে শঙ্কর মালাকাররা জোটের বিপক্ষে সরব হন।

একটা সময় দীপা দাশমুন্সি সবথেকে সরব ছিলেন জোটের পক্ষে। সেই তিনিই বলেন, এই জোটে বামেরাই সব সুবিধা পেয়ে আসছে। আমাদের কোনও শর্তই মানা হয়নি। বামেদের যাবতীয় শর্ত মেনে নেওয়ার পরও কোন যুক্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামেরা। তাই একলা চলার সিদ্ধান্ত নিচ্ছে প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে দীপা দাশমুন্সি, অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী-সহ তাবড় নেতা-নেত্রীদের। রায়গঞ্জে প্রার্থী হতে পারেন দীপা দাশমুন্সি, বহরমপুরে অধীর চৌধুরী, উত্তর মালদহে আবু হাসেম খান চৌধুরী। রাজ্যে ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস।

English summary
Congress doesn’t alliance with Left front in West Bengal in Lok Sabha Election. Congress says Left Front breaks the trust of alliance to publish candidate list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X