For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় মমতা-ঝড়ে ‘তিন’ মিথ ভেঙে খান খান, বাম-সঙ্গেই কি কংগ্রেসের ভরাডুবি

তিন গড়ও হারাল কংগ্রেস। মিথ ভেঙে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে অবশেষে ফুটল ঘাসফুল। গনিখান চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সি ও অধীর চৌধুরীর মিথ ভেঙে খান খান।

Google Oneindia Bengali News

তিন গড়ও হারাল কংগ্রেস। মিথ ভেঙে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে অবশেষে ফুটল ঘাসফুল। গনিখান চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সি ও অধীর চৌধুরীর মিথ ভেঙে খান খান। দুবছর আগে বিধানসভা নির্বাচনেও গড় ধরে রাখতে সফল হয়েছিল কংগ্রেস, এবার কী এমন হল, যার ফলে ধূলিসাৎ হয়ে গেল জাতীয় দল?

বাংলায় ‘তিন’ মিথ ভেঙে খান খান, ভরাডুবি কংগ্রেসের

[আরও পড়ুন: জঙ্গলমহলে বিজেপির উত্থানেও দুই জেলা পরিষদে পর্যাপ্ত প্রাধান্য তৃণমূল কংগ্রেসের][আরও পড়ুন: জঙ্গলমহলে বিজেপির উত্থানেও দুই জেলা পরিষদে পর্যাপ্ত প্রাধান্য তৃণমূল কংগ্রেসের]

রাজনৈতিক মহল এই ভরাডুবির জন্য দায়ী করছে মূলত দুটি কারণকে। প্রথমত তৃণমূল কংগ্রেস দাপট দেখিয়ে একতরফা ভোট করিয়েছে। কংগ্রেস দাঁত ফোটাতেই পারেনি তিন জেলায়। তারপরক ভোট ময়দানের থেকে নেতৃত্ব কোর্টে লড়াই করাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তার প্রভাব পড়েছে এবারের নির্বাচনে।

আর কংগ্রেস ভরাডুবির নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে সিপিএমের সঙ্গে জোটকেই। সিপিএমের সঙ্গে ২০১৬ নির্বাচনে জোট গড়ার পর থেকেই বাংলায় কংগ্রেসের কফিনে শেষ পেরেক পোতা হয়ে গিয়েছে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের। যে সিপিএমের বিরুদ্ধে ছয়ের দশক থেকে লড়াই করে এসেছে কংগ্রেস, সেই সিপিএমের হাত ধরা ভালো চোখে নেয়নি কংগ্রেস সমর্থকরা। তাই তাঁদের মনের পরিবর্তন হয়েছে। তাঁরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূলকেই সেরা মঞ্চ হিসেবে ধরে নিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও জানান, গনিখান চৌধুরী সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু এখনকার গনি পরিবার সিপিএমকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। ফলস্বরূপ কংগ্রেসের সমর্থন তলানিতে পৌঁছে যাচ্ছে ক্রমশ। সেই ভাঙন রোখার ক্ষমতা নেই কংগ্রেসের। তার ফলেই এই শোচনীয় ফলাফল।

সিপিএমেপ হাত ধরায় কোনও মিথই আর কাজ করেনি। মুর্শিদাবাদে অধীর মিথ ও মালদহে গণিখান মিথের মতো উত্তর দিনাজপুরে প্রিয়রঞ্জন দাশমুন্সির মিথ ভেঙে তৃণমূলের জয় জয়কার হয়েছে। অধীরের গড়ে একা তৃণমূল কংগ্রেসে দাপট দেখিয়েছে। মালদহ ও উত্তর দিনাজপুরে তবু বিজেপি দাঁত ফোটাতে সমর্থ হয়েছে তৃণমূলের আধিপত্যে। কংগ্রেস ও বামেরা একেবারে ধূলিসাৎ।

মুর্শিদাবাদে ৭২ টি জেলা পরিষদ আসনের ৬৯টিই তৃণমূলের দখলে। কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন। মালদহে ৩৮টি মধ্যে তৃণমূল কংগ্রেস ২৯, বিজেপি ৬, কংগ্রেস ২। এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদে ২৬টির মধ্যে ২৪টি আসনেই জয়ী তৃণমূল প্রার্থীরা। বিজেপি ও বামফ্রন্টের ঝুলিতে একটি করে আসন গিয়েছে। কংগ্রেস একটি জেলা পরিষদ আসনেও জিততে পারেনি।

[আরও পড়ুন: অধীরের নবাবী শেষ, লোকসভার আগে কেউ কংগ্রেসে থাকবেন না! কীসের আভাস শুভেন্দুর ][আরও পড়ুন: অধীরের নবাবী শেষ, লোকসভার আগে কেউ কংগ্রেসে থাকবেন না! কীসের আভাস শুভেন্দুর ]

English summary
Congress depletes in Murshidabad, Malda and North Dinajpur. TMC wins Pancahayt Election of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X