For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় বাম-কংগ্রেস জোটে কাটছে না জট, তিন ঘণ্টাতেও সমঝোতা অধরা দুই দলের

সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলেও, জোটের জট একেবারে কাটল না। বাম-কংগ্রেসের জেতা ছয় আসন চূড়ান্ত হলেও অন্যান্য আসন বন্টন ফের জটলা।

Google Oneindia Bengali News

২৪ ঘণ্টা আগেই বামেদের শর্ত মেনে লোকসভায় জোট করতে রাজি হয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হস্তক্ষেপে জোটের জট কেটেছে। কিন্তু রায়গঞ্জ ও মুর্শিদাবাদের বিতর্ক সরিয়ে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলেও, জোটের জট একেবারে কাটল না। বাম-কংগ্রেসের জেতা ছয় আসন চূড়ান্ত হলেও অন্যান্য আসন বন্টন ফের জটিলতা।

বাম-কংগ্রেস জোটে ফের জট, তিন ঘণ্টাতেও সমঝোতা অধরা

সোমবার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে বৈঠক হয় বাম ও কংগ্রেসের। সোমেন মিত্র, শঙ্কর মালাকার থেকে শুরু করে সিপিএমের রবীন দেবরা হাজির ছিলেন বৈঠকে। টানা তিন ঘণ্টার বৈঠকেও অবশ্য জট খুলল না। পুরুলিয়া-সহ বেশ কিছু আসন নিয়ে জট রয়েই গেল। তবে দুই দলের নেতারাই বললেন খুব শীঘ্রই সমস্ত জট কেটে যাবে।

কংগ্রেস বা সিপিএম- উভয়েরই দাবি, সাত দফায় নির্বাচন, তাড়াহুড়োর কী আছে? শীঘ্রই সমস্যার সমাধান হবে। বামং-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। উল্লেখ্য, কংগ্রেস শেষমেশ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনদুটির দাবি থেকে সরে আসতে সম্মত হয়। দিল্লির ১০ জনপথ ও এক গোপালন ভবনের মিলিত উদ্যোগেই রফা সূত্র মেলে। দুই আসনের দাবি থেকে সরে এসে জেতা আসনে প্রার্থী দেওয়ার ফর্মুলা মেনে নেয় কংগ্রেস।

শেষপর্যন্ত ২৫-১৭ ফর্মুলায় জোট হওয়ার সম্ভাবনা প্রবল হয়। অর্থাৎ ২৫টি আসনে প্রার্থী দেবে বামেরা। কংগ্রেস লড়বে ১৭ আসনে। এর আগে ২৯-১৩ ফর্মুলা দিয়েছিল বামেরা। কিন্তু রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার শর্ত হিসেবে আরও চারটি আসন ছাড়তে রাজি হয়ে যায় এ কে গোপালন ভবন। এখন কোন আসনে কে, তা নিয়েই জট ছাড়াতে হবে।

English summary
Congress and CPM can’t search formula of solve to build alliance. Congress will not give candidate at Roygunj and Murshidanad. But others seats in problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X