পিএসি চেয়ারম্যান বিতর্ক: মানস ভুঁইয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে দল
কলকাতা, ৭ জুলাই : পিএসি চেয়ারম্যান বিতর্ক এখনও অব্যাহত। সদ্য নির্বাচিত পিএসি চেয়ারম্যান মানস ভুঁইয়ার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অন্দরে অন্তত এমনটাই খবর।
এই পদ ছাড়তে না চাওয়ার পিছনে অনেক কথা তার দলকে বলার আছে বলে আগেই জানিয়েছিলেন মানসবাবু। পরিষদীয় বৈঠকে তিনি একথা জানাবেন বলেও বলেছিলেন। শনিবার বিধানভবনে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠকও এড়াতে শুরু করে তিনি।[পদ ছাড়ুন, এসএমএস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের, পাল্টা জবাব মানসের]

কংগ্রেসের তরফে তাঁকে পরিষদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হলে তিনি বলেন তিনি সম্ভবত এই বৈঠকে যোগ দিতে পারবেন না। এরফলে সরাসরি দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন মানসবাবু। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব মানস ভুঁইয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলেই অন্দরের খবর। [ জোটসঙ্গী সিপিএমকে সরিয়ে মানস ভুঁইয়াকে পিএসি চেয়ারম্যান করল রাজ্য, গৃহযুদ্ধ কংগ্রেসে]
পরিষদীয় দলের বৈঠকের বদলে এখন বর্ধিত কমিটিক বৈঠক ডাকা হয়েছে। যেখানে বিধায়করা ছাড়াও থাকবেন সাংসদরা। থাকবেন দীপা দাসমুন্সি, সোমেন মিত্রর মতো কংগ্রেসের হেভিওয়েট নেতারাও।