For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রায়ন-২ মিশনে বাধা ছিল ইউপিএ সরকার! ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের কড়া সমালোচনায় কংগ্রেস

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ারের মন্তব্যের কড়া সমালোচনা করল কংগ্রেস। প্রসঙ্গত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান বলেছিলেন, চন্দ্রায়ন-২ মিশন অনেক আগেই করা যেত।

Google Oneindia Bengali News

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ারের মন্তব্যের কড়া সমালোচনা করল কংগ্রেস। প্রসঙ্গত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান বলেছিলেন, চন্দ্রায়ন-২ মিশন অনেক আগেই করা যেত। কিন্তু ইউপিএ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে তা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। বুধবার নায়ার বলেছিলেন, ২০১৪-র নির্বাচনের আগে ইউপিএ সরকার মঙ্গল মিশন-সহ বেশ কিছু বড় ঘটনা নিয়ে তৎপর হয়েছিল বলেও মন্তব্য করেছিলেন। সেই মতো অগ্রসরও হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি। প্রকাশিত খবর অনুযায়ী এপ্রসঙ্গে কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করা হলে, তিনি এই ধরনের মন্তব্যের সমালোচনা করেন।

চন্দ্রায়ন-২ মিশনে বাধা ছিল ইউপিএ! ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের কড়া সমালোচনায় কংগ্রেস

অভিষেক মনু সিংভি জি মাধবন নায়ারকে উদ্দেশ্য করে বলেছেন, একটা সরকারকে সমালোচনা করা তাঁর উচিত নয়। কেননা তিনি একজন বিজ্ঞানী। বরং নিজের পদ মর্যাদার জন্য তাঁর গর্ব হওয়া উচিত। বিজ্ঞানী নায়ারের অবস্থানের সমালোচনা করে সিংভি বলেছেন, আজ যেভাবেই নায়ার সমালোচনা করছেন, আগামীদিনে কংগ্রেস ক্ষমতার আসার পর অন্য বিজ্ঞানীরা কংগ্রেসের সুরে কথা বলতে পারেন ।

নায়ার ভারতের চন্দ্রায়ন-১ -এর স্থপতি ছিলেন। যার শুরু হয়েছিল ২০০৮-এর ২২ অক্টোবর। ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ছাড়াও মহাকাশ দফতরের সচিব ছিলেন।

প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৯-এর অগাস্টে তিনি বলেছিলেন, ২০১২-র শেষ পর্যন্ত চন্দ্রায়ন-২ অভিযান স্থগিত রাখা হয়েছে। গতবছরের অক্টোবরে সরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার বিজেপি যোগ দেন।

English summary
The Congress Thursday condemned former ISRO chairman G Madhavan Nair’s remarks that the Chandrayaan-2 mission could have been carried out long ago but for a “political decision” of the UPA government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X