For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনায় মৃত্যু কংগ্রেস প্রার্থীর, আক্রান্ত একের পর এক প্রার্থী, শুক্রবার সর্বদল বৈঠক কমিশনের

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের (murshidabad) সামসেরগঞ্জের (Samserganj ) কংগ্রেস (congress) প্রার্থী রেজাউল হকের (Rezaul Haque)। এদিন ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্র

  • |
Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের (murshidabad) সামসেরগঞ্জের (Samserganj ) কংগ্রেস (congress) প্রার্থী রেজাউল হকের (Rezaul Haque)। এদিন ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু প্রথম ঘটনা এটি। এর আগে একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বেশ কিছুদিন ধরে আক্রান্ত

বেশ কিছুদিন ধরে আক্রান্ত

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। তাঁকে জঙ্গীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভোরে মৃত্যু কংগ্রেস প্রার্থীর

ভোরে মৃত্যু কংগ্রেস প্রার্থীর

জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে আসা হয়। রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্িতি করানো হয়। করোনা পজিটিভ রিপোর্ট থাকায় তাঁকে সরাসরি কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যে অবস্থায় তাঁকে কলকাতায় আনা হয়েছিল, চিকিৎসকদের আর করার মতো কিছু ছিল না। ভোরেই মৃত্যু হয় ওই কংগ্রেস নেতার।

করোনায় আক্রান্ত একাধিক প্রার্থী

করোনায় আক্রান্ত একাধিক প্রার্থী

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মা। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে জ্বর-সহ অন্য একাধিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান, তাতেই রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে করিমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মঞ্চে ওঠার আগে র‍্যাপিড টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত গোয়ালপোখর এবং তপনের তৃণমূল প্রার্থীরা। করোনায় আক্রান্ত হয়েছেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীও। ২৭ মার্চ এগরায় নির্বাচনের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী অরূপ দাস।

নির্বাচন কমিশনে চিঠি অধীরের

নির্বাচন কমিশনে চিঠি অধীরের

দলের প্রার্থী রেজাউল হকের মৃত্যুতে শোকাহত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই মৃত্যুর জেরে সামসেরগঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। গত ১২ এপ্রিল রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিলেন অধীর চৌধুরী। চিঠিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন রাজ্যে করোনা ঠেকাতে লকডাউন, রাতের কার্ফু-সহ একাধিক ব্যবস্থা নেওয়া হলেও, রাজ্যে সেরকম কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে সেব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের তরফে করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই বৈঠকে ১০ টি স্বীকৃত রাজনৈতিক দলের তরফে একজন করে প্রতিনিধি হাজির থাকবেন। অন্যদিকে বামেরা জানিয়েছে, করোনা পরিস্থিতির জেলে আর বড় সভা না করে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল নেত্রীর চোখের জলে আনন্দ বর্মনের স্থান নেই, মমতাকে নিশানা রাজীবেরতৃণমূল নেত্রীর চোখের জলে আনন্দ বর্মনের স্থান নেই, মমতাকে নিশানা রাজীবের

English summary
Congress candidate from Murshidabad's Samserganj Rezaul Haque dies after infected with Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X