For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদে দুই পুলিশ জেলা সরকারের, মমতার ভরসা নিয়ে 'বেফাঁস' কংগ্রেস, বিজেপি

নতুন বছরের শুরুর দিন থেকেই মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুরকে আলাদা পুলিশ জেলা করার সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুর দিন থেকেই মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুরকে আলাদা পুলিশ জেলা করার সিদ্ধান্ত কার্যকর করেছে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, সরকারি এই সিদ্ধান্তে মুর্শিদাবাদের পাশাপাশি জঙ্গিপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে। যদিও সরকারের ইচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। তারা বলছে পুরভোটে সুবিধা কর দিতেই নতুন সিদ্ধান্ত।

নিজের ওপর ভরসা নেই মমতার, বলছে কংগ্রেস

নিজের ওপর ভরসা নেই মমতার, বলছে কংগ্রেস

কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জণগণের ভোটে ক্ষমতায় এলেও, দিনর পর দিন অবক্ষয় বাড়ছে। ফলে নিজের ওপর ভরসা নেই তাঁর। তিনি কটাক্ষ করে আরও বলেন, তাঁর ভরসা হল প্রশাসন আর ভাড়া করা প্রশান্ত কিশোর।

রদবদলে রাজনীতি

রদবদলে রাজনীতি

মুর্শিদাবাদে এই রদবদলে রাজনীতি রয়েছে বলে মনে করছে বিজেপি। পরিসংখ্যান দিয়ে বিজেপি বলেছে, জেলায় পুর এলাকাগুলিতে তৃণমূল ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে। ফলে তৃণমূলের মধ্যে হারের আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে পুলিশের সাহায্য নিয়ে জিততে চাইছে তারা।

অভিযোগ ওড়াল তৃণমূল

অভিযোগ ওড়াল তৃণমূল

জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, নিন্দুকরা যদি কিছু মনে করে থাকে, তাহলে বলার কিছু নেই। প্রশাসন প্রশাসনের কাজ করেছে। ভোটে কি এসপি, ডিএমরা লড়াই করেন, পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।

মুর্শিদাবাদে ২ পুলিশ জেলা

মুর্শিদাবাদে ২ পুলিশ জেলা

মুর্শিদাবাদে মুর্শিদাবাদ আর জঙ্গিপুর, এই দুই পুলিশ জেলা তৈরি করা হয়েছে। জঙ্গিপুরের মধ্যে শুধু থাকছে জঙ্গিপুর মহকুমা। অন্যদিকে, মুর্শিদাবাদের মধ্যে থাকছে, বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল।

সরানো হয়েছে ডিআইজি রেঞ্জের দফতর

সরানো হয়েছে ডিআইজি রেঞ্জের দফতর

পুলিশের ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের সরানো হয়েছে নদিয়া থেকে বহরমপুরে। মুর্শিদাবাদের প্রাক্তন এসপি শ্রীমুকেশকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়েছে। বিরোধীদের অভিযোগ নির্দিষ্ট সময়ের বেশি সময় শ্রীমুকেশ ছিলেন মুর্শিদাবাদের এসপি পদে। তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক এতটাই ভাল যে তাঁকে অন্য কোথাও না সরিয়ে ডিআইজি মুর্শিদাবাদ করে অফিস সরিয়ে আনা হল বহরমপুরে।

চলতি বছরেই ৭ পুরসভায় ভোট

চলতি বছরেই ৭ পুরসভায় ভোট

চলতি বছরেই মুর্শিদাবাদের সাত পুরসভায় ভোট হতে চলেছে। ২০১৯-এর লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বহরমপুর, কান্দি, ধুলিয়ান, বেলডাঙায় এগিয়ে কংগ্রেস ও বাম জোট। জিয়াগঞ্জ- আজিমগঞ্জ, মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি। অন্যদিকে, শুধুমাত্র জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল।

বিধানসভায় পাশ হওয়া সিএএ বিরোধী রেজলিউশন অসাংবিধানিক, মন্তব্য কেরলের রাজ্যপালেরবিধানসভায় পাশ হওয়া সিএএ বিরোধী রেজলিউশন অসাংবিধানিক, মন্তব্য কেরলের রাজ্যপালের

English summary
Congress alleged to help TMC in Municipality election Murshidabad is devided into two police Districts. From the begining of the new year State Govt announced Jangipur as police district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X