For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকারের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেস, আইন আমান্যে ধুন্ধুমার জেলায় জেলায়

রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্যের ঝাঁঝ আছড়ে পড়ল বাংলাজুড়ে। শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর- সর্বত্রই কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্যের ঝাঁঝ আছড়ে পড়ল বাংলাজুড়ে। শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর- সর্বত্রই কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রত্যেকটি জায়গাতেই পুলিশি বাধার মুখে পড়তে হল। আর তা নিয়ে বাধল গোল। আলিপুরে আইন অমান্য কর্মসূচিতে কংগ্রেসের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। মহিলাকর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

মমতার সরকারের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেস, আইন আমান্য ঘিরে ধুন্ধুমার রাজ্যে

মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্য কর্মসূচি নেয় কংগ্রেস। আলিপুরে দীপা দাশমুন্সি, আমজাদ আলিদের নেতৃত্বে আইন অমান্য হয়। তেমনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আইন অমান্য আন্দোলনে সামিল হন এআইসিসির আজিম খান, প্রদেশের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার প্রমুখ। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদহ-সহ অন্যান্য জেলাতেও আইন আমান্য হয়।

[আরও পড়ুন:'বেটি বাঁচাও বেটি পড়াও' এর অর্ধেকের বেশি টাকা খরচ হয়েছে প্রচারে, রিপোর্ট পেশ সংসদে ][আরও পড়ুন:'বেটি বাঁচাও বেটি পড়াও' এর অর্ধেকের বেশি টাকা খরচ হয়েছে প্রচারে, রিপোর্ট পেশ সংসদে ]

কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস অক্সিজেন পেতে চাইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অযথা লাঠিচার্জ করেছে।

[আরও পড়ুন:বাংলায় মোদী সরকার এলেই নয়া 'তোফা'! 'ট্রান্সফর্মার সরকার'কে খোঁচা অমিতের][আরও পড়ুন:বাংলায় মোদী সরকার এলেই নয়া 'তোফা'! 'ট্রান্সফর্মার সরকার'কে খোঁচা অমিতের]

আলিপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেসের মহিলাকর্মীদের হেনস্থা করা হয়েছে। অভিযোগ, কোনও মহিলা পুলিশ কর্মী ছিল না তখন। পুলিশের বাধার মুখে পড়ে গর্জে ওঠে কংগ্রেস নেতৃত্ব।

[আরও পড়ুন:বাংলায় টার্গেট পরিবর্তন! লোকসভায় কতগুলি আসনে জিতবে বিজেপি, স্পষ্ট অমিত-বয়ানে][আরও পড়ুন:বাংলায় টার্গেট পরিবর্তন! লোকসভায় কতগুলি আসনে জিতবে বিজেপি, স্পষ্ট অমিত-বয়ানে]

English summary
Congress agitates for violation of Law against Mamata Banerjee’s government. Congress alleges TMC government and does protest,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X