For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাথা ঠান্ডা রাখতে জবাকুসুম তেল মাখুন, মমতাকে বিঁধলেন মানস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা ও মানস
মেদিনীপুর, ২৫ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রুচিহীন' বলে বর্ণনা করে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা। পাশাপাশি, উপদেশ দিলেন 'জবাকুসুম' তেল মাখলে মাথা ঠান্ডা থাকবে।

গতকাল পিংলার কুঞ্জপুরে একটি রোড-শো করছিলেন সবংয়ের বিধায়ক তথা ঘাটাল লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "আপনি বলছেন কংগ্রেস চোর। কিন্তু এই কংগ্রেসের গর্ভে আপনার জন্ম। আপনি সোনিয়া গান্ধীর রাজনীতিক সচিব আহমেদ প্যাটেলের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন। কিন্তু আহমেদ প্যাটেলের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। উনি না থাকলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনিই ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সময় ২২৯টি আসন ছেড়ে দিয়েছিলেন আপনাকে। এত কিছুর পরও আপনাকে আমি বেইমান বলব না। বেইমানের প্রতিশব্দ কী, সেটা জানি না। অভিধান দেখে নিতে হবে।"

এখানেই থামেননি তিনি। বলেছেন, "আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু আমি বাংলার সংস্কৃতিতে বিশ্বাস করি। ব্যক্তিগত আক্রমণ করি না। দিদিমণি, আমি আপনার পরিবার নিয়ে মুখ খুলব না। আপনি কী করেন, কী করেছিলেন, কোথায় ছিলেন, কী করেছেন, আপনার পরিবারের কে কী করেন, আমি সব জানি। তবুও বলব না। কারণ ওই যে বললাম আমি ব্যক্তিগত আক্রমণ করি না। আপনার মাথা ঠান্ডা করা দরকার। কলকাতায় মনুমেন্টের নীচে এক রকম তেল পাওয়া যায়। সেই তেল কচি কলাপাতায় লাগিয়ে মাথায় মাখতে পারেন। জবাকুসুম তেল মাথায় লাগিয়ে স্নান করুন, দেখবেন মাথা ঠান্ডা হবে। দু'দিন ঘুমোন। মাথা ঠিক থাকবে। বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে অপমান করবেন না। নিজের মুখটা আয়নায় দেখুন। আপনার দলের নেতাদের বলুন, আয়নায় মুখ দেখতে। ভাবতে লজ্জা হয়, আপনি বাংলার মুখ্যমন্ত্রী। আপনি কি নিজেকে হিটলার বা স্টালিন মনে করেন যে, আপনার কথা এ রাজ্যের জনগণ উঠবে বসবে।"

এই রোড-শোয়ে বিভিন্ন গ্রামের ভিতর মেঠো রাস্তা দিয়ে হাঁটেন তিনি। মহিলারা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। জনসমাগম দেখে উচ্ছ্বসিত মানসবাবু বলেন, লোকসভা ভোটে তিনি জিতছেনই।

English summary
Cong leader Manas Bhunia advises Mamata Banerjee how to remain cool
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X