For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া-পঞ্জাব নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের অন্দরমহলে! মমতার ইচ্ছাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ

গত অক্টোবরের শেষে গোয়ায় গেলেও ভোটের আগে একবার গোয়ায় গেলেন না তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। অনেকেই বলছেন মানুষের পালস বোঝেন, তাই গোয়ায়

  • |
Google Oneindia Bengali News

গত অক্টোবরের শেষে ও ডিসেম্বরের গোয়ায় গেলেও ভোটের আগে একবার গোয়ায় গেলেন না তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। অনেকেই বলছেন মানুষের পালস বোঝেন, তাই গোয়ায় (Goa) যাননি তিনি। যদিও সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ই গোয়ায় লড়াই করতে ইচ্ছুক ছিলেন না। তবে এব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

দুবার গোয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুবার গোয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অক্টোবরের শেষের দিকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় লিয়েন্ডার পেজ এবং নাফিসা আলি তৃণমূলে যোগ দেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার গোয়ায় যান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সেই সময় তিনি জনসভায়ও করেছিলেন। আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেসের বিরুদ্ধে।

ভোটের আগে যান উত্তর প্রদেশে

ভোটের আগে যান উত্তর প্রদেশে

তবে যে রাজ্যে কিনা প্রথমবার জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে নিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই রাজ্যে ভোটের আগে আর যেতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়দের সেখানে প্রচার সামলাতে দেখা গিয়েছে। যেখানে সাতদফায় উত্তর প্রদেশের নির্বাচন সেখানে গিয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেখানে একদফায় গোয়ায় নির্বাচন সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘ দিনের রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তাই তিনি গোয়ায় না গিয়ে উত্তর প্রদেশে গিয়ে অখিলেশের পাশে দাঁড়িয়েছেন এবং ২০২৪-এর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা-অনিচ্ছা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা-অনিচ্ছা

তৃণমূল সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ায় লড়াইয়ের ইচ্ছা ছিল না। তাঁর ইচ্ছা ছিল পঞ্জাব থেকে ভোটে লড়াই করা। কেননা পশ্চিমবঙ্গ তথা বাংলার মানুষের সঙ্গে পঞ্জাবের মানুষের অনেক বেশি যোগাযোগ, গোয়ার মানুষের তুলনায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে বলেছিলেন, রেলমন্ত্রী থাকার সময়ে তাঁর সঙ্গে গোয়ার যোগাযোগের কথা।
তৃণমূল সূত্রে খবর, একদিকে যেমন গোয়ায় গিয়ে সেখানকার প্রধান বিরোধী কংগ্রেসকে আক্রমণ নিয়ে প্রশ্ন ছিল তৃণমূলের অন্দরে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল পঞ্জাবে ভোটে লড়াই করার। জানা গিয়েছে, তিনি বলেছিলেন পঞ্জাবে তৃণমূল লড়াই করলে লাভ বেশি হতে পারে। তবে গোয়ায় গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের বিরুদ্ধে সুর চড়ানোর ঘটনায় সর্বভারতীয় রাজনীতিতে ভুল বার্তা গিয়েছে।

অভিষেকের গোয়া সফর বাতিল

অভিষেকের গোয়া সফর বাতিল

গোয়ার নির্বাচনের একসপ্তাহ আগে সোমবার গোয়া সফর বাতিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য সামনে এসেছে পিকেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্যাঙ্ক ইউ জানানোর বিষয়টি। গোয়ার তৃণমূলের লড়াইয়ের পুরো বিষয়টি ছিল অ্যাকপ্যাকের ওপরে। শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিলের পিছনে এই টানাপোড়েন কাজ করেছে বলেই প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের।

শৌচালয়ের দুয়ারে গণতন্ত্র! বিধাননগরে সংবাদ মাধ্যম পৌঁছতেই বুথের বাথরুমের দরজা খুলে ছুট দুই ভুয়ো ভোটারেরশৌচালয়ের দুয়ারে গণতন্ত্র! বিধাননগরে সংবাদ মাধ্যম পৌঁছতেই বুথের বাথরুমের দরজা খুলে ছুট দুই ভুয়ো ভোটারের

English summary
Conflict over stand on Goa-Punjab Assembly Election in TMC inner circle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X