
অনুপম হাজরাকে ঘিরে বিজেপির অন্তর্দ্বন্দ্বে ধুন্ধুমার পরিস্থিতি! মহিলাদের হেনস্থার অভিযোগ
বসিরহাটের পর এবার বারুইপুর। গেরুয়া শিবিরের সংঘাত প্রকাশ্যে চলে এল। অনুপম হাজরা বারুইপুরে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির একাংশ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মারামারিতে জখম হন কমপক্ষে ১১ জন। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্বাগত অনুপম হাজরা
দিনের শুরুটা ছিল ভালই। ঢালাই ব্রিজ এলাকায় অনুপম হাজরাকে স্বাগত জানানো হয়। সদ্য কেন্দ্রীয় সম্পাদকের পদ পাওয়া নেতার নাম ধরে স্লোগান ওঠে। নেতা নিজে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁকে নিয়ে শুরু হয় বাইক মিছিল, বারুইপুরের উদ্দেশে।

বারুইপুরে পৌঁছতেই বিক্ষোভ
অনুপম হাজরা বারুইপুরে পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দলেরই একাংশ।

দুপক্ষের মারামারিতে আহত ১১
এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মারামারি শুরু হয়ে যায়। দুপক্ষের কমপক্ষে ১১ জন আহত হন। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত কর্মীদের বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহিলাকর্মীদের হেনস্থার অভিযোগ
বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব চলে দলীয় অফিসের মধ্যেও। জেলা সভাপতির সামনেই মারামারি চলে বলে অভিযোগ। পার্টি অফিসের মধ্যে হওয়া গণ্ডগোলে মহিলা কর্মীদের হেনস্থা করা হয়। এব্যাপারে তাঁদের গায়ে হাত দেওয়ার অভিযোগ যেমন উঠেছে, ঠিক তেমনই শাড়িতে টান দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপির অপর অংশের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে এই কাজ করানো হয়েছে।