For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট

আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে ভাটপাড়া পুরসভা। বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভায় অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা বিজেপি নেতা অর্জুন সিং-এর সকাল থেকেই এলাকা পুলিশে ছয়লাপ।

Google Oneindia Bengali News

আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে ভাটপাড়া পুরসভা। বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভায় অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা বিজেপি নেতা অর্জুন সিং-এর সকাল থেকেই এলাকা পুলিশে ছয়লাপ। পুরসভার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট

ভাটপাড়া পুরসভায় কাউন্সিলর থাকার কথা ৩৫ জন। কিন্তু একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সেই সংখ্যা ৩৪। যার মধ্যে ৩৩ জন তৃণমূলের। প্রকাশ্যে ১১ জন কাউন্সিলর রয়েছেন অর্জুন সিং-এর সঙ্গে। বাকি ২২ জন তৃণমূলের উপপ্রধানের সঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে গতমাসে একসভায় ১৯ জন কাউন্সিলরকে হাজির করানো হয়েছিল।

[আরও পড়ুন: ইস্তেহারের আগেই বড় সম্ভাবনা! অমিত শাহের সিদ্ধান্তে খুশি হতে পারেন এইসব নেতারা][আরও পড়ুন: ইস্তেহারের আগেই বড় সম্ভাবনা! অমিত শাহের সিদ্ধান্তে খুশি হতে পারেন এইসব নেতারা]

প্রকাশ্যে, হাত তুলে কাউন্সিলরদের ভোট দানে আপত্তি রয়েছে অর্জুন সিং-এর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আস্থাভোট হাত তুলে হতে পারে না। তাঁর দাবি, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশও রয়েছে। সরকারের বিরুদ্ধে পুলিশকে দিয়ে জোর করে আইন ভেঙে ভোট করানোর অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন:দেওয়াল লেখা নিয়ে গণ্ডগোল! অর্জুনের গড়ে গভীর রাতে আক্রান্ত বিজেপি নেত্রীর গাড়ি][আরও পড়ুন:দেওয়াল লেখা নিয়ে গণ্ডগোল! অর্জুনের গড়ে গভীর রাতে আক্রান্ত বিজেপি নেত্রীর গাড়ি]

অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরেই ভাটপাড়ায় টানাপোড়েন শুরু হয়ে যায়। তাকে পদচ্যুত করতে তৃণমূলের তরফে অনাস্থা আনা হয়। এই কারণে আটকে গিয়েছে বাজেটও।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Confidence vote in Bhatpara Municipality. BJP leader Arjun Singh is the Chairman of the Municipality.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X