আইআইটি ও এনআইটি ডিরেক্টরদের সম্মেলনে যোগ দিতে শিবপুর আসছেন রাষ্ট্রপতি
আগামী সপ্তাহে শিবপুর ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানে একটি সম্মেলনে যোগ দিতে হাওড়ার শিবপুরে আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সম্মেলনটি রাষ্ট্রপতি ভবনের তরফে আয়োজন করা হয়েছে। সম্মেলনে শিবপুর কলেজের ডিরেক্টর ছাড়াও থাকবেন দেশের সমস্ত আইআইটি ও এনআইটির ডিরেক্টররা।

এই বিষয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "শিবপুরের ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানে ১৯ নভেম্বর একটি সম্মেলনের আয়োজন করেছে রাষ্ট্রপতি ভবন। ১৫২টি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসাবে সেই সম্মেলন যোগ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রতিষঅঠানগুলি সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাই এই সম্মেলনের মূল লক্ষ্য।"
জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা কাঠাম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলির গঠন এই সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নের ক্ষেত্রে প্রাক্তনীদের আরও বেশি করে যোগ দানের উপর জোর দেওয়া হবে এই সম্মেলনে। পাশাপাশি ছাত্র ভর্তির ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বাড়ানো ও শিক্ষিকা বৃদ্ধির বিষটিও থাকবে আলোচনায়। পাশাপাশি দেশের উন্নতির জন্য ছআত্রদের নতুন গবেষণামূলক কাজে উদ্বুদ্ধ করার নতুন উপায় নিয়ে আলোচনা হবে। প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়ন ও প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগের প্রসঙ্গটিও উত্থাপন করা হবে।
সম্মেলনে রাষঅট্রপতি, ২৩টি আইআইটি ডিরেক্টর, এনআইটিগুলির ডিরেক্টর ছাড়াও উপস্থিত থাকবেন মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী, সেই মন্ত্রকেরই রাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রী উচ্চ শিক্ষা দফতরের সচিব, সর্বভারতীয় কারিগরি শিক্ষা কাউন্সিলের প্রধানও।