For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিমারী পরিস্থিতিতে প্রশাসনের ছাড় তৃণমূলকে! সামনে আসা নতুন তথ্যে চাঞ্চল্য, দায় এড়াল ঘাসফুল শিবির

অতিমারী পরিস্থিতিতে প্রশাসনের ছাড় তৃণমূলকে! সামনে আসা নতুন তথ্যে চাঞ্চল্য, দায় এড়াল ঘাসফুল শিবির

  • |
Google Oneindia Bengali News

অন্যদল থেকে তৃণমূলে যোগদান শিবিরে যেমন মানা হয়নি সামাজিক দূরত্ব, ঠিত তেমনই হাফ ডজনের বেশি তৃণমূল নেতার উপস্থিতিতে হওয়া ফুটবল টুর্নামেন্টেও মানা হয়নি সরকারি নিয়ম। আদৌ কি ফুটবল টুর্নামেন্ট করার জন্য প্রশাসনের থেকে অনুমতি নিয়েছিল সংশ্লিষ্ট ক্লাব, এই প্রশ্নে কালনা দুই-এর তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁরা আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে।

কালনায় ফুটবল প্রতিযোগিতার আয়োজনে নেই নিয়মবিধি

কালনায় ফুটবল প্রতিযোগিতার আয়োজনে নেই নিয়মবিধি

কালনা দুই-এর তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় নিজের ফেসবুক পেজে ছবি ও লেখা পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতিলপাড়া মিতালী সংঘের পরিচালনায় ১৬টি দলের ১দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।‌ উক্ত খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায়, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপতি , কর্মাধ্যক্ষ আশিস কোলে , সদস্যা নমিতা কর্মকার , সদস্য নীলরতন মণ্ডল , বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিজানুর রহমান , গ্রাম সংসদের সদস্যা শ্রীমতি পানমনি মাণ্ডি ।

সামাজিক দূরত্বের নিয়ম না মানা নিয়ে নেতা দায় চাপিয়েছেন ক্লাবের ওপরে

সামাজিক দূরত্বের নিয়ম না মানা নিয়ে নেতা দায় চাপিয়েছেন ক্লাবের ওপরে

কালনা দুই-এর তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়ের সঙ্গে কথা বলেছিল বেঙ্গলি ওয়ানইন্ডিয়া। তিনি বলেছেন, ক্লাব প্রতিবছরের মতো খেলার আয়োজন করেছিল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ক্লাব প্রশাসনের অনুমতি নিয়েছিল কিনা তাও তিনি জানেন না। খেলায় সামাজিক, দূরত্ব না মানা নিয়ে তৃণমূল নেতা দায় চাপিয়েছেন সেই ক্লাবের ওপরেই।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন

যেখানে দেশে কিংবা রাজ্যে অতিমারী পরিস্থিতিতে এখনও ফুটবল খেলাকে অনুমতি দেওয়া হয়নি সেখানে এই ফুটবল খেনার অনুমতি কে দিল। আদৌ কি খেলার জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল সেই প্রশ্নও উঠেছে।

ধূলিয়ানে তৃণমূলের সংবর্ধনা সভায় মানা হয়নি নিয়ম

ধূলিয়ানে তৃণমূলের সংবর্ধনা সভায় মানা হয়নি নিয়ম

অনুষ্ঠানটা ছিল বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান। মুর্শিদাবাদের ধূলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে সংবর্ধনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ত তথা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর সৌমিক হোসেন। সেই সভায় সোশ্যাল ডিস্ট্যান্সিং থেকে মাস্ক পরা কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল।

হুমায়ুন কবীরের দলবদলেও ছিল না সামাজিক দূরত্ব

হুমায়ুন কবীরের দলবদলেও ছিল না সামাজিক দূরত্ব

৬ অগাস্ট বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীর। সেই অনুষ্ঠানেও ভীড় হয়েছিল। সেখানে কোনও সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়নি।

রাজ্যে কাজ নেই, মুর্শিদাবাদের পরিযায়ীরা ফের বাড়ি ছাড়ছেন! উপায় না দেখে স্বাগত তৃণমূল নেতাররাজ্যে কাজ নেই, মুর্শিদাবাদের পরিযায়ীরা ফের বাড়ি ছাড়ছেন! উপায় না দেখে স্বাগত তৃণমূল নেতার

English summary
Complaints against administration on organizing football tournament in Kalna without social distance and mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X