For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাইভেট স্কুলগুলির আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে সেলফ রেগুলারিটি কমিশনের নির্দেশিকা

স্কুলের শিক্ষকদের চেকে মাইনে দেওয়ার জন্য প্রাইভেট স্কুলগুলিকে নির্দেশ প্রাইভেট স্কুলগুলির জন্য গঠিত সেলফ রেগুলারিটি কমিশনের। স্কুলগুলিকেও তাদের ব্যালান্স শিট কমিশনের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ

Google Oneindia Bengali News

স্কুলের শিক্ষকদের চেকে মাইনে দেওয়ার জন্য প্রাইভেট স্কুলগুলিকে নির্দেশ দিল প্রাইভেট স্কুলগুলির জন্য গঠিত সেলফ রেগুলারিটি কমিশন। স্কুলগুলিকেও তাদের ব্যালান্স শিট কমিশনের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শহর কিংবা রাজ্যের বহু প্রাইভেট স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের মাইনে দেওয়া হয় নগদ টাকায়। শিক্ষকদের কম মাইনে দিয়ে আয়কর রিটার্নে তা বেশি করে দেখানোর অভিযোগ বছরের পর বছর ধরে। এই নির্দেশিকা বিষয়গুলিতে আরও স্বচ্ছতা আনবে বলেই মনে করছে শিক্ষা দফতর।

প্রাইভেট স্কুলগুলির আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে নির্দেশিকা

প্রাইভেট স্কুল কর্তৃপক্ষগুলি অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এতে তাঁদের কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন জুলিয়ান ডে স্কুলের ডিরেক্টর জয়ন্তকুমার সেন। তাঁরা তাদের শিক্ষকদের ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমেই বেতন দেন বলে জানিয়েছেন তিনি। তবে যেসব স্কুল কর্তৃপক্ষ নিয়ম মানেন না তারা সমস্যায় পড়বেন বলে মনে করছেন তিনি।

প্রাইভেট স্কুলগুলির আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে নির্দেশিকা

কর ফাঁকির সঙ্গে সঙ্গে ক্যাশ টাকার ব্যবহার কমানো যাবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা। একইসঙ্গে বেতন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে। অনেক শিক্ষক-শিক্ষিকা স্কুলের থেকে পাওয়া টাকা আয় হিসেবে দেখাতেন না। এই আদেশে সেটাও বন্ধ হবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা।

সারা রাজ্যে কমবেশি ১২ হাজার প্রাইভেট স্কুল আছে।

প্রাইভেট স্কুলগুলির জন্য গঠিত সেলফ রেগুলারিটি কমিশন ছাত্রছাত্রীদের স্কুল ফি-র বিষয়টি নিয়ে স্কুলগুলিকে কয়েকটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত নিয়েছে।

English summary
Self regularity commission for private school directed the school authorities to pay teacher by cheque.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X