For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁধের রং নীল সাদা না গেরুয়া, বিতর্কে বন্ধ ম্যাসাঞ্জোর ড্যামের সৌন্দর্যায়নের কাজ

পশ্চিমবঙ্গ সরকার নীল ও সাদা রঙ করে ম্যাসাঞ্জোর বাঁধের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছিল। কিন্তু ঝাড়খন্ড সরকারের আপত্তিতে সেই কাজ বন্ধ হয়ে গেল।

Google Oneindia Bengali News

ম্যাসাঞ্জোর ড্যামের রঙ নীল সাদা করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে চলছিল এই বাঁধের রঙ করার কাজ। কিন্তু নীল-সাদা রঙ নিয়ে আপত্তি জানাল ঝাড়খণ্ড সরকার। তাদের দাবি এই বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব সম্পত্তি নয়। তাই নীল-সাদা রঙ করা যাবে না।

বাঁধের রং নীল সাদা না গেরুয়া,

বাংলা-ঝাড়খন্ড সীমানায় ময়ুরাক্ষী নদীর উপরে এই বাঁধ অবস্থিত। বাঁধটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের। সম্প্রতি ম্যাসাঞ্জোর ড্যাম সংলগ্ন বীরভূম জেলার সৌন্দর্যায়নের কাজে হাত দেয় সেচ দপ্তর। তারই অংশ হিসেবে প্রায় কোটি টাকা খরচ করে ম্যাসাঞ্জোর ড্যামে রঙ করার বরাত দেওয়া হয়েছিল।

কিন্তু বাঁধের রঙ নীল-সাদা করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। ঝাড়খণ্ড সরকার। তাদের দাবি এই ড্যাম কোনও রাজ্য সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। এর উপর ঝাড়খণ্ডেরও সমান অধিকার আছে। কাজেই এই বাঁধের যেকোনও ধরণের রক্ষণাবেক্ষণের কাজে ঝাড়খণ্ড সরকারের মতামতও লাগবে।

ঝাড়খণ্ড সরকারের দাবি, ম্যাসাঞ্জোর ড্যামকে যেভাবে নীল-সাদা রঙে সাজানো হচ্ছে তা ঠিক নয়। সকলেই জানে নীল-সাদা রঙ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক রাজনৈতিক স্ট্র্যাটেজি। ঝাড়খন্ডে রয়েছে বিজেপির সরকার। তাহলে কি ড্যামের রঙ গেরুয়া হয়ে যাবে, এমনও প্রশ্ন তুলেছে ঝাড়খন্ড প্রশাসন। শেষ পর্ষন্ত বিতর্ক মেটাতে রঙের কাজ বন্ধ রাখা হয়েছে।

English summary
West Bengal Government started the beautification of the Massanjore dam by coloring it in blue and white, but the work stopped after Jharkhand government report an objection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X