বাড়ির সামনেই পরপর পাঁচটি গুলি! অর্জুন গড়ে খুন কলেজ ছাত্র
বাড়ির সামনেই গুলিতে খুন কলেজ ছাত্র। ঘটনাটি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকার। মৃতের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানা গিয়েছে।

বাড়ির সামনেই কথা কাটাকাটি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল তৌফিক। সেই সময়ে একাধিক বাইকে কয়েকজন যুবক আসে। প্রথমে কথা শুরু হলেও, পরে তা কথা কাটারাটির পর্যায়ে চলে যায়।

ঘটনাস্থলেও মৃত ছাত্র
অভিযোগ, ওই যুবকরাই বন্দুক বের করে পরপর ৫ টি গুলি করে। সেখানেই লুটিয়ে পড়ে কলেজ ছাত্র তৌফিক। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রতিবেশীদের কাছে ভাল ছেলে
স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন এলাকায় তৌফির ভাল ছেলে বলে পরিচিত ছিল। কেন এভাবে তাঁকে মরতে হল, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের সদস্য কেউই।

পুলিশের তদন্ত শুরু
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, এলাকার কোনও দুষ্কর্মের প্রতিবাদ করাতেই এই হামলা।
মাস্কের বদলে মার্ক্স পড়ার নিদান, ব্যাঙ্কের 'অদ্ভুত' নির্দেশে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা