কলকাতায় কনকনে ঠাণ্ডা এখনই নয়, কেন এমন বলছে হাওয়া অফিস, জেনে নিন
কলকাতায় কনকনে ঠাণ্ডা এখনই নয়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শীতের আরামদায়ক আমেজ বজায় থাকবে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। আগের দিনের ১৫.২ ডিগ্রি থেকে তা বেড়ে হয় ১৫. ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি কম বলেই জানা গিয়েছে। তবে মঙ্গলবারের তাপমাত্রা সামান্য বাড়লেও, আরামদায়ক আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলেছে। একইসঙ্গে চলেছে কুয়াশা। এর প্রভাব পড়েছে এই রাজ্যেও।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং এমন কী মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। ১০ ডিগ্রির আশপাশে ঘোরা ফেরা করছে। একই অবস্থায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও।
তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে এই তাপমাত্রা আরও কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।