For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশার চাদরে ঢেকেছে দিনাজপুর

উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশার চাদরে ঢেকেছে দিনাজপুর

  • |
Google Oneindia Bengali News

ঘন কুয়াশায় গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে প্রবল শৈত্যপ্রবাহ আর কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশার কারনে কোনো দূরের জিনিস চোখে পড়ছেনা। ফলে উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যাওয়া ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে ও অন্যান্য রাজ্য সড়কে যানবাহন চলাচলের সমস্যায় পড়েছেন গাড়ির চালকেরা।

উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশার চাদরে ঢেকেছে দিনাজপুর

দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে পন্যবাহী লড়ি। গোটা উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। প্রবল শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডার দাপটে দিশেহারা হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।

ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা হারিয়ে ফেলেছেন সাধারন মানুষ থেকে রাস্তায় চলাচলকারী যানবাহন। যানচলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি কুয়াশার কারনে বিঘ্ন ঘটেছে রেল যোগাযোগও। ঘন কুয়াশা আর প্রবল ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রায়গঞ্জ সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলায়।

জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দুদিনের তুলনায় তাপমাত্রার পারদ একলাফে অনেকটাই নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে এর ফলে তাপমাত্রা ঘোরাফেরা করছে উত্তর দিনাজপুরে। রাস্তায় কাজে বেড়িয়ে শরীর গরম করার জন্য আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন পথ চলতি মানুষ। ঘন কুয়াশা আর প্রবল শীতের কারনে ক্ষতির মুখে পড়েছে শীতকালীন ফসলও।

 হাইকোর্টের রায়, ত্রিপুরার রাজ পরিবার ঐতিহাসিক নীরমহলের দাবি হারাল হাইকোর্টের রায়, ত্রিপুরার রাজ পরিবার ঐতিহাসিক নীরমহলের দাবি হারাল

English summary
Cold wave reels North Bengal, foggy weather in Dinajpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X