For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাগজের কাপে চুমুক দিয়ে আড্ডা ফিরছে কফি হাউসে

কাগজের কাপে চুমুক দিয়ে আড্ডা ফিরছে কফি হাউসে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

কড়া নিয়মের ঘেরাটোপের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতা শহরের খুলেছে ঐতিহ্যবাহী কফি হাউস। সাজানো-গোছানো কাপ প্লেট না থাকলেও কফির স্বাদ কিন্তু একই আছে।

কাগজের কাপে চুমুক দিয়ে আড্ডা ফিরছে কফি হাউসে

দীর্ঘদিনের বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে কাগজের কাপে চুমুক দিয়ে যেন আড্ডা ফিরছে কফি হাউসে।
টানা ১০১ দিন বন্ধ ছিল। বাঙালির চিরন্তন আড্ডার ঠিকানা কলেজ স্ট্রিটের কফি হাউস। করোনা প্রাণ কেড়ে নিয়েছিল এই কফি হাউজের আড্ডার।

দীর্ঘদিন পর নিয়ম কাননের মধ্য দিয়েই সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাগজের কাপে চুমুক দিতে দিতে আবার স্বাভাবিক জীবনে আড্ডা ফিরছে কফি হাউজের। বাইরে থেকে কর্তৃপক্ষ নোটিশ সাঁটিয়ে রেখেছেন, 'নো মাস্ক, নো এন্ট্রি'। ভেতরে দেওয়ালে দেওয়ালে লেখা, মানতে হবে সামাজিক দূরত্ব। তাই গোল করে ১০-১২ জনের একসঙ্গে বসার সুযোগও নেই। কর্তৃপক্ষের কড়া নির্দেশ, একটি টেবিলে দুজন।

কাচের গ্লাসে জল, স্টিলের চামচ, চিনেমাটির সাদা কাপ-প্লেটও আপাতত পাট চুকিয়েছে। করোনার থাবায় এখন এসে জুটেছে কাগোছের কাপ। টেবিলে টেবিলে আর মেনু লিস্ট নেই। টা দেয়ালে সাঁটানো। তবে কফির স্বাদ কিন্তু একই আছে। সেই সঙ্গে পকোড়া, স্যান্ডউইচ, ওমলেট, টোস্ট।

তবে পরিস্থিতি অনুযায়ী খাবারের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো-অপারেটিভ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সাফ কথা, মানুষজন না এলে বিক্রিবাটা হবে না, তখন কর্মচারীদের বেতন দিতে গিয়ে সমস্যায় পড়তে হবে।

প্রথম দিনেই স্মৃতির আবেগকে উস্কে দিয়ে হাজির হয়েছিলেন বেশ কিছু মানুষ। সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মতো আনলক দুই য়ে কফি হাউসের প্রথম দিনের অনুভূতি ১০১ দিন পর হাজির হন আড্ডা প্রেমী বাঙালি।

হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিরহৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির

English summary
Coffee House to get its old version soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X