For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীঘাটের জমি-বাড়ি বিক্রি করে টাকা ফেরত দিন, মমতাকে বিঁধল সিপিএম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সিপিএম
কলকাতা, ১৫ সেপ্টেম্বর: সারদা-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী সব কিছুই জানেন। তাই তাঁকে জেরা করা হোক। জেরায় সহযোগিতা না করলে জেলে পাঠানো হোক। আর কালীঘাটের জমি-বাড়ি বিক্রি করে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হোক। গতকাল অর্থাৎ রবিবার বামফ্রন্টের একটি সমাবেশে এ কথা বলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

সারদা ইস্যুতে সুর চড়িয়ে তিনি বলেন, "অনেকে বলছেন, কেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি না? আমরা বলছি, আগে তাঁকে ধরে জেরা করা হোক। জেরায় সহযোগিতা না করলে তাঁকে হাজতে পোরা হোক। তার পরে চার্জশিট। তবে তো পদত্যাগ। তার আগে পদত্যাগ করে উনি সব ছেড়েছুড়ে পালিয়ে যাবেন, তা হবে না।" রাণী রাসমণি অ্যাভিনিউয়ের ওই সমাবেশে তিনি আরও বলেন, "সারদায় চুনোপুঁটি, বড় জোর ট্যাংরা ধরা পড়েছে। এখনও রাঘববোয়াল বাকি। শুধু তাদের ধরলেই হবে না, টাকা বের করতে হবে। তার জন্য কালীঘাটের জমি-বাড়ি বা পুরীর হোটেল বিক্রি করতে হলে করতে হবে। টাকা ফেরত দিতেই হবে। আমাদের করের টাকায় ক্ষতিপূরণ দেওয়া চলবে না।"

সুদীপ্ত সেন, কুণাল ঘোষদের প্রসঙ্গ টেনে সূর্যবাবু বলেন, "যাদের কাঁধে চেপে উনি ক্ষমতায় পৌঁছেছেন, তাঁদের কাউকেই আর পরে চিনতে পারেন না। কুণাল ঘোষ এখন জেলে। মাওবাদী নেতা কিষেণজি জেলে বা বাইরে, কোথাওই নেই। ওঁর সঙ্গে যাঁরা সম্পর্ক রাখতে চান, তাঁরা সাবধানে থাকবেন।"

আজ, সোমবার সারদা ইস্যু নিয়ে কলকাতায় একটি মিছিল করছে সিপিএম। এ ছাড়া সারা সপ্তাহ জুড়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের।

English summary
CM should be sent to jail for Saradha Scam, lambasts CPM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X