For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমরা নবান্ন যাব না, মুখ্যমন্ত্রীকে আসতে হবে এনআরএস-এ, অনড় থেকে স্পষ্ট বার্তা ডাক্তারদের

নবান্ন কোনওরকম আলোচনা নয়। মুখ্যমন্ত্রীকে তাঁর বৃহস্পতিবারের মন্তব্য ফিরিয়ে নিতে হবে।

  • |
Google Oneindia Bengali News

নবান্নে কোনওরকম আলোচনা নয়। মুখ্যমন্ত্রীকে তাঁর বৃহস্পতিবারের মন্তব্য ফিরিয়ে নিতে হবে। এবং আলোচনার জন্য আসতে হবে এনআরএস হাসপাতালেই। এটাই স্পষ্টভাবে জানিয়ে দিল বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা।

আমরা নবান্ন নয়, মুখ্যমন্ত্রীকে আসতে হবে এনআরএস-এ

গত কয়েকদিন ধরে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে চলা অচলাবস্থার জেরে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বিপাকে পড়েছেন। আর সেই সমস্যা সমাধানে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান পাঁচ সদস্যের একটি সিনিয়র চিকিৎসকদের দল। সেই দলে ছিলেন তৃণমূল নেতা তথা চিকিৎসক নির্মল মাজি।

সেখানে আলোচনা করার পর শনিবার তাঁদের ফের নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জুনিয়র চিকিৎসকদেরও কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁরা তাঁদের জায়গায় অনড় রয়েছেনষ

স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতাল এসেই বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের নিরাপত্তার আশ্বাস দিতে হবে। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সর্বোপরি হাসপাতালে সুস্থ কাজের পরিবেশ তৈরি করতে হবে।

এই দাবির পাশাপাশি এখন জুনিয়র চিকিৎসকদের দাবি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা ফিরিয়ে নিতে হবে। আর তা না করলে কোনভাবেই তাঁরা পিছু হটবেন না।

English summary
CM Mamata has to come to NRS to meet us, says junior doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X