মাতৃদিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, উল্লেখ করলেন নিজের সরকারের উদ্যোগের কথা
রবিবার মাদার্স ডে। সেই মাদার্স ডে-তে রাজ্যের সমস্ত মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার মায়েদের সম্মানরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে। এদিন টুইটে তার বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
১৭ মে-র পর করোনা মোকাবিলায় কোন পদক্ষেপ, সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

মায়েদের সম্মানে কাজ মমতার
রবিবার মাদার্স ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে বলেছেন মাকে মা, আম্মা, মাদার অনেক নামেই ডাকা হয়। তাঁর সরকার মায়েদের সম্মান দিতে তৈরি করেছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। মা ফ্লাইওভারও তাঁদের প্রতি সম্মান জানানো জন্য। টুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের দলের স্লোগানের প্রথম শব্দদুটি হল মা। ( মা মাটি মানুষ)

মায়েদের কথা ভেবে সরকারের প্রকল্প
মুখ্যমন্ত্রী তাঁর ওপর একটি টুইটে মায়েদের কথা ভেবে সরকারের প্রকল্পগুলির কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, মাদার অ্যান্ড টাইল্ড হাব, মাতৃযান সার্ভিস, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, মহিলা কর্মীদের কথা ভেবে মাতৃত্বকালীন ছুটি ৭৩১ দিন করার কথাও জানিয়েছেন তিনি।


বিশেষ বিশেষ দিন স্মরণ করেন মুখ্যমন্ত্রী
শুধু মাতৃদিবসই নয়, বিশেষ বিশেষ দিন স্মরণ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই টুইটারে পোস্ট করেন তিনি। সাহিত্যিক, কবি, কিংবা চলচ্চিত্র অভিনেতার জন্মদিন কিংবা বিশ্বের কোনও বিশেষ দিনে তিনি শুভেচ্ছা জানিয়ে থাকেন।