For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দফতরটা হাওয়া খাওয়ার জন্য নয়, গৌতমকে ধমক দিয়ে সবক শেখালেন মমতা

উন্নয়নের সবুজে পাহাড়কে মুড়ে দেওয়ার বার্তা দিয়ে পাহাড় সফর শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেজাজেই বুধবার জিটিএ-র পর্যালোচনা বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে একহাত নিলেন মমতা

Google Oneindia Bengali News

উন্নয়নের সবুজে পাহাড়কে মুড়ে দেওয়ার বার্তা দিয়ে পাহাড় সফর শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেজাজেই বুধবার জিটিএ-র পর্যালোচনা বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়-পর্যটনের কাজে অখুশি হয়ে গৌতমের উদ্দেশ্যে মমতা বলেন, দফতরটা কী হাওয়া খাওয়ার জন্য? কেন দফতরের কাজে গতি নেই, তিনি প্রশ্ন করেন গৌতমকে।

দফতরটা হাওয়া খাওয়ার জন্য নয়, গৌতমকে ধমক দিয়ে সবক শেখালেন মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। ছিলেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং থেকে শুরু করে পাহাড়ের অন্যান্য বোর্ডের নেতৃত্বও। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী-আমলারা। তাঁদের সকলের সামনেই মুখ্যমন্ত্রী পাহাড় উন্নয়নে বিশেষ জোর দেন। জোর দেন পাহাড়ের পর্যটন শিল্পে।

আর এই প্রসঙ্গেই পর্যটনমন্ত্রী গৌতম দেবকে ধমক দিতেও কসুর করলেন না মুখ্যমন্ত্রী। একের পর এক প্রশ্নে বিধ্বস্ত করে দেন গৌতমকে। মুখ্যমন্ত্রী বলেন, মিরিক ও দার্জিলিংয়ে পর্যটনের প্রকল্পগুলির খবর কী, আমাকে এক এক করে বল। সেইমতো গৌতম দেব বলেন, নানা প্রকল্পে কাজ এখনও চলছে। তা শুনেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। বলেন, দফতরটা কি হাওয়া খাওয়ার জন্য আছে? কেন কোনও কাজে গতি নেই? সময় নষ্ট হচ্ছে কেন। তোমাদের কি নিজেদের কোনও দায়িত্ববোধ নেই?

[আরও পড়ুন:জোড়া উড়ালপুলে গতিময় হবে শহর কলকাতা, মমতার উদ্যোগে উত্তরের বিভীষিকামুক্তি][আরও পড়ুন:জোড়া উড়ালপুলে গতিময় হবে শহর কলকাতা, মমতার উদ্যোগে উত্তরের বিভীষিকামুক্তি]

এরপর গৌতম দেব কিছু বলতে যেতেই ধমক দিয়ে ওঠেন মমতা। গজলডোবা ও টাইগার হিলের কাজ এখনও শেষ হল না, কখনও বলছো মে মাসে শেষ হবে, কখনও বলছো জুনে। এভাবে হয় না। শুধু যে কাজ হচ্ছে সেই ছবি পাঠাচ্ছো, যে কাজ হচ্ছে না, তার ছবি তো পাঠাচ্ছো না! বেগতিক বুঝে চুপ করে যান গৌতম দেব।

[আরও পড়ুন:রাজ্যসভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ, ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের][আরও পড়ুন:রাজ্যসভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ, ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন দফতরের কাজে বিলম্ব হওয়ায়। তিনি জানতে চান কেন এত বিলম্ব? ফান্ড আছে কি না, তাও জানতে চান মমতা। বলেন, ফান্ড যখন আছে, কাজ করতে এত দেরি হওয়ার কারণ কী! এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থাকাকালীন ভালো কাজ করতে, এখন কাজে এত ঢিলেমি কেন? তিনি কারও কোনও ঢিলেমি বরদাস্ত করবেন না।

English summary
CM Mamata Banerjee snubs to tourism Minister Goutam Dev on hill development. Mamata Banerjee emphasizes on hill tourism and gives strong message to tourism department,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X