For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত মমতাকে! মুখ্যমন্ত্রীর খোঁজে আক্রমণ দিলীপের

কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত মমতাকে! মুখ্যমন্ত্রীর খোঁজে আক্রমণ দিলীপের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দেখা নেই মুখ্যমন্ত্রীর। তিনি কি অসুস্থ এদিন প্রশ্ন তুলছিলেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী কি কোয়ারেন্টাইনে। এবার বিজেপির টুইটারে দিলীপ ঘোষের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত।

মমতাকে কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত

মমতাকে কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত

এবার অন্য কাউকে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পালসরি ওয়েটিং-এ পাঠানোর দাবি তুলল বিজেপি। এদিন বিজেপি টুইটারে সেই দাবি তোলা হয়েছে।

মমতা কি কোয়ারেন্টাইনে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ

মমতা কি কোয়ারেন্টাইনে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের প্রশ্ন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। রাজ্যের জনগণ যখন হাহাকার করছেন, তখন কোথা থেকে তিনি বাণী শোনাচ্ছেন, প্রশ্ন করেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে আক্রামণ করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রায় একমাস, সোয়ামাস নাটক করলেন, ফটো তুললেন, রাস্তায় দাগ কাটলেন, তারপর তিনি কোথায় গায়েব হয়ে গেলেন। দিলীপ ঘোষের প্রশ্ন ঠিলমুখ্যমন্ত্রী কি কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর স্বাস্থ্য কি ঠিক আছে। সবার জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

যে ট্রেনিং নিতে সাতদিন সময় লাগে, তা তিনি ৭ দিনে দিতে পারে

যে ট্রেনিং নিতে সাতদিন সময় লাগে, তা তিনি ৭ দিনে দিতে পারে

প্রশাসনিক বৈঠকে নানা কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, যে নার্সিং ট্রেনিং দিতে ৩ বছর সময় লাগে তা তিনি ৭ দিনে দিতে পারেন। যা নিয়ে সরব হয়েছে বিজেপি। টুইটাটের সেই বক্তব্য তুলে ধরে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করা হয়েছে। কিন্তু যেসময় করোনা নিয়ে যুদ্ধ করথে সবাই, সেই সময় তিনি কোথায় তা নিয়ে প্রশ্ন করা হয়েছে টুইটারে।

প্রশাসন ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী করা হয়েছে মুখ্যমন্ত্রীকে়

প্রশাসন ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী করা হয়েছে মুখ্যমন্ত্রীকে়

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, তাঁর প্রশাসন ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্য মানুষ আজ মরণাপন্ন। এই ব্যর্থতার দায়ভার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। প্রশ্ন তুলেছেন তিনি।

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে কোপ, সত্যিই কী কেটে নেওয়া হবে ৩০ শতাংশকরোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে কোপ, সত্যিই কী কেটে নেওয়া হবে ৩০ শতাংশ

English summary
CM Mamata Banerjee should be send to Compulsory waiting, Says State BJP. Previously they said whether she goes to quarantine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X