করোনার বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ! থানার আইসিদের বিজয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিজয়ায় (Bijaya) বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাপত্র পাঠানোই রেওয়াজ। কিন্তু এবার তাতে কিছুটা অন্যরকম কিছু করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)। রাজ্যের সব থানার আইসি(ic of police)দের কাছে বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী।

আইসিদের কাছে বিজয়ার শুভেচ্ছাবার্তা
ফন্ট্রলাইন করোনা যোদ্ধা যাঁদের বলা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন পুলিশকর্মীরা। সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। সংক্রমণের পাশাপাশি ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীর মৃত্যুও হয়েছে। পুলিশকর্মীদের সেই লড়াইয়ের প্রশংসা করতেই এই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর।

এবার বিজয়া সম্মিলনী নয়
প্রতিবছর বিজয়া সম্মিলনী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। কিন্তু এবার তা আর হয়নি। পুলিশের আইসিদের কাছে যেমন মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছা বার্তা গিয়েছেন, তেমনই বিশিষ্ট ব্যক্তিদের কাছেও গিয়েছে শুভেচ্ছা বার্তা। সঙ্গে রয়েছে বাংলার মিষ্টি।

রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর বিজয়ার শুভেচ্ছা
মুখ্যমন্ত্রী দশমীতে রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।

২০২১-এর ভোটের আগে শেষ বিজয়া
তৃণমূল নেত্রী হিসেবেও কারও কারও কাছে গিয়েছে বিজয়ার শুভেচ্ছা বার্তা। সামনের বছরে বিধানসভা ভোট। তার আগে বিজয়ার শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী তাঁর জনযোগ আবারও ঝালিয়ে নিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

একুশে গড়-উদ্ধারে জনসংয়োগের নয়া রূপকার স্বয়ং মন্ত্রী! ইলেকশন মোডে তৃণমূল