For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোটায় আটক ছাত্রছাত্রীদের নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! জানালেন তাঁরা কবে ফিরছেন

কোটায় আটক ছাত্রছাত্রীদের নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! জানালেন তাঁরা কবে ফিরছেন

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত রাজ্যে ফিরছেন কোটায় আটক ছাত্রছাত্রীরা। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোটা থেকে এদিন সন্ধেয় রওনা দেবেন আটক ছাত্রছাত্রীরা। বাসে করা তাঁদের নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে তাদের ফিরতে ৩ দিন সময় লাগবে।

রাজ্য সরকারের আগেকার পদক্ষেপ

রাজ্য সরকারের আগেকার পদক্ষেপ

দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল লকডাউন ওঠা পর্যন্ত এইসব আটক ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে। কেননা এঁদের ফেরাতে প্রায় ৩০০ বাস লাগবে। আর সময়ও লাগবে তিনদিন। ফলে যাত্রাপথে ধকল এড়াতে রাজ্য সরকার জানিয়েছিল আপাতত ফেরানো হচ্ছে না আটক ছাত্রছাত্রীদের।

ছাত্রদের ফেরাতে উদ্যোগ অধীর চৌধুরীর

ছাত্রদের ফেরাতে উদ্যোগ অধীর চৌধুরীর

তবে রাজ্যের সিদ্ধান্তের পরেও বসে থাকেননি বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তিনি কথা বলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে। যাঁরা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পেরেছিলেন, তাঁদের জন্য থাকা এবং খাওয়ার একটু ভাল বন্দোবস্ত করা হয়েছিল।

অনেক রাজ্যই আটক ছাত্রদের ফিরিয়েছে

অনেক রাজ্যই আটক ছাত্রদের ফিরিয়েছে

এর আগে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো অনেক রাজ্যই কোটায় আটক ছাত্রছাত্রীদের আগেই ফিরিয়েছিল। তবে বিহার সরকার আটকদের ফেরায়নি এখনও।

বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়ুন মমতাদিদি, পত্রবোমার আড়ালে পরামর্শও কৈলাশের বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়ুন মমতাদিদি, পত্রবোমার আড়ালে পরামর্শও কৈলাশের

English summary
CM Mamata Banerjee says students from Kota will start their journey for state this evening. Before this Cong leader Adhir Chowdhury also commented for stranded students.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X