কলকাতা পোর্টট্রাস্ট এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্ট! আপত্তি নেই, জানালেন মুখ্যমন্ত্রী
বদলে গেল কলকাতা বন্দরের নাম। যা পূর্ব নির্ধারিতই ছিল। ১১ জানুয়ারি কলকাতায় এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হবে। যা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। আর বৃহস্পতিবার থেকে কলকাতা বন্দর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পরিবর্তিত হল।

জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ঘোষণা
জানুয়ারিতে কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখা হবে।

কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদন
বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট কলকাতা পোর্ট ট্রাস্ট নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট করার অনুমোদন দেয়। এদিন সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।

আপত্তি নেই মুখ্যমন্ত্রী মমতার
জানুয়ারিতে কলকাতায় এসে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই কংগ্রেস ও বাম দলগুলির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছিল। প্রকাশিত খবর অনুযায়ী এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারের কোনও অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতা পোর্ট ট্রাস্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট হলে তাঁর কোনও সমস্যা নেই।

করোনার থেকেও ক্ষতিকারক মমতা বন্দ্যোপাধ্যায়! সৌমিত্র খানের উপস্থিতিতে রাজারহাটে দলবদল