For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই বার্থ সার্টিফিকেট! নিজের জন্ম কবে, মুখ্যমন্ত্রী মমতার দেওয়া তথ্যে মিলে গেল পুরনো সহযোগীর কথা

তাঁর জন্ম হাসপাতালে হয়নি। তাই তাঁর কোনও বার্থ সার্টিফিকেট নেই। পাথরপ্রতিমায় এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধায়।

  • |
Google Oneindia Bengali News

তাঁর জন্ম হাসপাতালে হয়নি। তাই তাঁর কোনও বার্থ সার্টিফিকেট নেই। পাথরপ্রতিমায় এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। নিজের মায়ের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্ধি পুজোর সময় তাঁর জন্ম হয়েছিল। কিন্তু সরকারিভাবে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সংসদে, তা ভুল, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গেল।

সন্ধি পুজোর সময় জন্ম মুখ্যমন্ত্রীর

সন্ধি পুজোর সময় জন্ম মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতার কথা উঠতেই চলে আসছে কার নিজের কিংবা বাবা-মায়ের জন্ম কিংবা জন্মস্থানের কথা। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর নিজের কোনও বার্থ সার্টিফিকেট নেই। কেননা তাঁর জন্ম হয়নি হাসপাতালে। মা-র কাছ থেকে তিনি শুনেছেন, সন্ধিপুজোর সময় জন্ম হয়েছিল তাঁর।

৫ জানুয়ারি জন্মদিন নয়, সেই দিনই জানিয়েছিলেন কুণাল ঘোষ

৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর জন্মদিন, একথা অনেকেই জেনেছেন। কিন্তু সেদিনই ফেসবুক পোস্ট করে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছিলেন, সেদিন মমতাদির জন্মদিন নয়। লোকসভায় হুদ হুতে এই তারিখটি ছিল বলেই মন্তব্য করেছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছিলেন গায়ত্রী দেবী মেয়ের জন্মতিথি মানতেন দুর্গাষ্টমীর দিনটিকে। কিন্তু স্কুলে ভর্তির সময় নেত্রীর বাবা ৫ জানুয়ারি দিনটি দিয়ে দেন।

কোনও তথ্য দেবেন না, বললেন মমতা

কোনও তথ্য দেবেন না, বললেন মমতা

পাথরপ্রতিমার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ আপনার ঘরের দরজায় এসে বলতে পারেন, আপনার জন্ম কবে। প্রশ্ন করতে পারে আপনার বাবা মায়ের জন্ম কোথায়। এই ধরনের কথার কোনও উত্তর দেবেন না।

'কারও ওপর নির্ভর করতে হবে না নাগরিকত্বের জন্য'

'কারও ওপর নির্ভর করতে হবে না নাগরিকত্বের জন্য'

পাথরপ্রতিমায় মুখ্যমন্ত্রী বলেন, কারও ওপর নির্ভর করতে হবে না নাগরিকত্বের জন্য। কেননা খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। রয়েছে ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে সংসদ নির্বাচনে অংশ নেন সাধারণ মানুষ। সেই থেকেই প্রমাণিত সবাই দেশের নাগরিক। সেটাই তাদের অধিকার।

সুন্দরবনের শরণার্থীদের আশ্বাস

সুন্দরবনের শরণার্থীদের আশ্বাস

সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা আশ্রয় নিয়েছে। পাথরপ্রতিমার সভা থেকে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, পশ্চিমবঙ্গের সব শরণার্থী কলোনিগুলিকে সরকার অনুমোদন দিয়েছে। তাই তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

 অনলাইনে কি চাল ফুটবে, সিএএ লাগু করতে কেন্দ্রের পদ্ধতিকে কটাক্ষের কারণ ব্যাখ্যা মমতার অনলাইনে কি চাল ফুটবে, সিএএ লাগু করতে কেন্দ্রের পদ্ধতিকে কটাক্ষের কারণ ব্যাখ্যা মমতার

English summary
CM Mamata Banerjee says, She don't have birth certificate. She said, She was not born in a hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X