For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা রাগের চেয়ে বেশি দুঃখ পেয়েছেন, রাজ্যপালের জোড়া চিঠির প্রত্যুত্তর ১৩ পাতায়

রাজ্যপালের জোড়া চিঠির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ পাতার চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিলেন তিনি।

Google Oneindia Bengali News

রাজ্যপালের জোড়া চিঠির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ পাতার চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যপালের ওই চিঠি পেয়ে তাঁর রাগের থেকেও বেশি দুঃখ হয়েছে। রাজ্যপাল যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, তা একেবারেই বেনজির বলে ব্যাখ্যা করলেন মমতা।

বেনজির ভাষা প্রয়োগের অভিযোগ মুখ্যমন্ত্রীর

বেনজির ভাষা প্রয়োগের অভিযোগ মুখ্যমন্ত্রীর

মমতা বলেন, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এই ভাষা ব্যবহার করার নজির নেই। এই ভাষা ব্যবহার একেবারেই কাম্য নয়। কঠিন পরিস্থিতিতে রাজ্যপালের কাছে রাজ্য সরকার বরাবর সহযোগিতা আশা করেন। তা না করে তিনি প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। বেনজির ভাষা প্রয়োগে তিনি রাজ্য সরকারকে বিব্রত করছেন।

রাজ্যপাল জোড়া চিঠির জবাবে

রাজ্যপাল জোড়া চিঠির জবাবে

মমতার চিঠির জবাবে রাজ্যপাল জোড়া চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে। মমতা পাঁচ পাতার চিঠি দিয়েছিলেন রাজ্যপালকে। তারপর ১৪ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রীকে কড়া কড়া ভাষা প্রয়োগে বিঁধেছিলেন রাজ্যপাল। তারপর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিলেও মুখ্যমন্ত্রী চুপ ছিলেন।

 মমতার ১৩ পাতার চিঠি রাজ্যপালকে

মমতার ১৩ পাতার চিঠি রাজ্যপালকে

এদিন সকালে রাজ্যপালের টুইটের পর বিকেলে মুখ্যমন্ত্রী ১৩ পাতার চিঠি লিখলেন রাজ্যপালকে। সেখানে তিনি ক্ষভ উগরে দিলেন রাজ্যপালের বিরুদ্ধে। যদিও ক্ষোভ বা রাগের কথা না বলে মুখ্যমন্ত্রী চিঠিতেই উল্লেখ করেছেন, রাজ্যপালের চিঠি পড়ে রাগের থেকে তাঁর বেশি দুঃখই হয়েছে। রাজ্যপালের কাছ থেকে তা একেবারেই আশাপ্রদ নয়।

মুখ্যমন্ত্রীর চিঠির কোনও সারবত্তা নেই : রাজ্যপাল

রাজ্যপাল এই চি্ঠি পেয়ে টুইটে তৎক্ষণাৎ জবাব দেন। রাজ্যপাল লেখেন, মুখ্যমন্ত্রীর চিঠির কোনও সারবত্তা নেই। এখন সংঘাতের সময় নয়। এটা সমালোচনার সময় নয়। আমি তাকে গুরুতর পরিস্থিতির দিকে মনোনিবেশ করার এবং জনদুর্ভোগ দূরীকরণের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এসেছি বরাবর।

English summary
CM Mamata Banerjee replies Governor Jagdeep Dhankhar in 13 page letter. CM writes she feels sorrow than anger to read letters from Governor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X