For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে কি চাল ফুটবে, সিএএ লাগু করতে কেন্দ্রের পদ্ধতিকে কটাক্ষের কারণ ব্যাখ্যা মমতার

অনলাইনে কি চাল ফুটবে, সিএএ লাগু করতে কেন্দ্রের পদ্ধতিকে কটাক্ষের কারণ ব্যাখ্যা মমতার

  • |
Google Oneindia Bengali News

বিরোধী শাসিত একের পর রাজ্য সিএএ-এর বিরোধিতায় সরব হয়েছে। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাফ জানিয়েছেন, সিএএ লাগু করতে তারা দেবন না। এরপরেই কেন্দ্রের সিদ্ধান্ত অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ অনলাইনে কি ভাত রান্না হবে।

 'একেক জন এক-একরকম বলছেন'

'একেক জন এক-একরকম বলছেন'

সিএএ এনআরসি নিয়ে ওদের এক-একজন একএকরকম বলছেন। সকালে একরকম তো, বিকেলে-রাতে একরকম। প্রসঙ্গত, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সারা দেশে এনআরসি লাগু করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন বিষয়টি নিয়ে আলোচনাই করা হয়নি।

 অনলাইনে সিএএ-এর আবেদন নিয়ে প্রশ্ন

অনলাইনে সিএএ-এর আবেদন নিয়ে প্রশ্ন

অনলাইনে সিএএ-র আবেদন নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, অনলাইনে কি ভাত রান্না হবে। তিনি বলেন, এক্ষেত্রে ফিজিক্যাল এগজিসট্যান্সের প্রয়োজন আছে।

অনুব্রত-র হুঁশিয়ারি

অনুব্রত-র হুঁশিয়ারি

এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, যদি কোনও জায়গা থেকে শোনা যায় অনলাইনে সিএএ-র আবেদন নেওয়া হচ্ছে তাহলে সেই সাইবার ক্যাফে ভাঙচুরের নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কম্পিউটার ভেঙে গুড়িয়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।

 তিনি জনগণের পাহারাদার

তিনি জনগণের পাহারাদার

পাথরপ্রতিমার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুলবুলের সময় পাহারা দিয়েছেন তিনি। এবার সিএএ-এনআরসি-এনপিআর-এর বিরোধিতায় নিজেকে জনগণের পাহারাদার হিসেবে তুলে ধরলেন তিনি। বলেন, কেউ অধিকার কাড়তে এলে তাঁর(মমতা) মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। তিনি বলেন, আপনাদের চিন্তু আমার ওপর ছেড়ে দিন, আমি পাহারা দেব।

বনধের নামে সস্তার পাবলিসিটি করছে বামেরা, এর থেকে কেরলের সিপিএম ভাল: মমতাবনধের নামে সস্তার পাবলিসিটি করছে বামেরা, এর থেকে কেরলের সিপিএম ভাল: মমতা

English summary
CM Mamata Banerjee questions online CAA, proposed by Modi Govt. She told, She will work like a guard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X