For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশ থেকে আসা ফ্লাইট এখনও কেন নামছে কলকাতায়! করোনা রুখতে সরব মমতা

বিদেশ থেকে আসা ফ্লাইট এখনও কেন নামছে কলকাতায়! করোনা রুখতে সরব মমতা

Google Oneindia Bengali News

এখনও বিদেশের বিমান নামছে কলকাতায়। করোনা ত্রাসের মধ্যে যখন আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরও কেন বিমান নামছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অবিলম্বে বিমান নামা বন্ধ হোক। কেননা বিদেশ থেকে আসা ফ্লাইট কত সামলানো সম্ভব। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, সরব হলেন মমতা। এর পাশাপাশি তিনি পরামর্শ দেন, যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁরা যেন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকেন।

বিদেশ থেকে আসা ফ্লাইট এখনও কেন নামছে কলকাতায়! করোনা রুখতে সরব মমতা

এটা তাঁদের নিজের জন্যও দরকার, দরকার পরিবারে সদস্যদের জন্য, পরিদজনদের জন্যও। আর নিজেদের দেশের জন্যও এই সচেতনতা জরুরি। কিন্তু আদতে দেখা যাচ্ছে করোনা মহামারী রূপ নেওয়া সত্ত্বেও এক শ্রেণির মানুষের কোনও হেলদোল নেই।

মুখ্যমন্ত্রী অভয় দিয়ে বলেন, যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন ভয় পাবেন না। সঠিক চিকিৎসা, কিছু সতর্কতা অবলম্বন করলেই করোনা রুখে দেওয়া সম্ভব। তিনি এছাড়াও কিছু পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করে দেওয়া হোক।

এদিন মমতা জানান, ৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলতে পারবেন গ্রাহকরা। বিনামূল্যে তা দেওয়া হবে। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, খাদ্যশস্যের কোনও অবাব নেই। সীমান্ত সিল হলেও রাজ্যে খাদ্য মজুত রয়েছে। গুজবে কেউ কান দেবেন না। কোনও সমস্যা নেই।

মধ্যপ্রদেশে ক্ষমতা দখল নিশ্চিত হতেই নতুন প্রশ্ন, বিজেপির মুখ্যমন্ত্রী কে? সিন্ধিয়ার কথায় নতুন জল্পনামধ্যপ্রদেশে ক্ষমতা দখল নিশ্চিত হতেই নতুন প্রশ্ন, বিজেপির মুখ্যমন্ত্রী কে? সিন্ধিয়ার কথায় নতুন জল্পনা

English summary
CM Mamata Banerjee protests why flights of abroad come in Kolkata. She says it would be stopped immediately
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X