For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী 'অভিযোগে'ই সিলমোহর! মমতার 'স্বীকারোক্তি'তে চাঞ্চল্য

পুলিশ যখন টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, কখন শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রামে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

পুলিশ যখন টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, কখন শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রামে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকমাসে এটা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই লুফে নিয়েছে বিরোধীরা।

মুখ্যমন্ত্রীর 'স্বীকারোক্তি'

মুখ্যমন্ত্রীর 'স্বীকারোক্তি'

এর আগে বিরোধীদের অভিযোগ ছিল পুলিশ সঠিকভাবে কাজ করছে না। শাসকদলের নেতাদের কথা অনুযায়ী চলে প্রশাসন। বিরোধীরা উঠতে বসতে এই অভিযোগই করেন। এবার সেই অভিযোগ শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। সূত্রের খবর অনুযায়ী, প্রশাসনির বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ যখন টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, কখন শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। এই কথা শুনে বিরোধীদের দাবি, তাঁরা যেই অভিযোগ করছিলেন, তাতেই সিলমোহর লাগালেন মুখ্যমন্ত্রী।

আগে ব্যবস্থা হয়নি

আগে ব্যবস্থা হয়নি

শাসকদলের 'গোষ্ঠী' সংঘর্ষের মুখে আলিপুর থানায় পুলিশকে মাথায় ফাইল নিয়ে গার্ড নিতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়ার কাথ শোনা যায়নি। বীরভূম তৃণমূল জেলা সভাপতি যখন বলছেন পুলিশকে বোম মারুন, সেক্ষেত্রেও পুলিশকে ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে এদিন মুখ্যমন্ত্রীর 'স্বীকারোক্তি'তে কার্যত চাঞ্চল্য ছড়ায়।

কড়া হাতে মোকাবিলার নির্দেশ

কড়া হাতে মোকাবিলার নির্দেশ

ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে কড়া হাতে মাওবাদী মোকাবিলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সেখানে মাওবাদী বলে কিছু নেই। আগে যারা লাল জামা পড়ত, এখন তারাই গেরুয়া জামা পরে হামলা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারলেই আইসি-র পদে বিবেচিত হবেন।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন

মুখ্যমন্ত্রীর প্রশ্ন

সম্প্রতি পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল নেদাবহড়ায়। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হয়েছিলেন। সেই প্রসঙ্গও উঠে আসে প্রশাসনিক বৈঠকে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কী ভাবে কোন সাহসে পুলিশের ওপর আক্রমণ, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

(প্রতীকী ছবি)

English summary
CM Mamata Banerjee participated in the administrative meeting in Jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X