For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে দালাল রাজ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিধানসভা থেকেই স্বাস্থ্য দফতরকে দিলেন কড়া নির্দেশ

হাসপাতালে দালাল রাজ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিধানসভা থেকেই স্বাস্থ্য দফতরকে দিলেন কড়া নির্দেশ

Google Oneindia Bengali News

সরকারি হাসপাতালে দালাল রাজ চরমে উঠেছে বিজেপি বিধায়কের অভিযোগ শুনে তৎপর মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে হাসপাতালে দালাল রাজ নিয়ন্ত্রণে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাস্থ্য দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। দালাল রাজ নিয়ে স্বাস্থ্য দফতরকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এদিন বিধানসভায় উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

স্বাস্থ্য দফতরকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য দফতরকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিধানসভা থেকে হাসপাতালের দালাল রাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এই নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন। বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেছিলেন আলিপুরদুয়ার হাসপাতালে আয়া এবং দালাল চক্র নিয়ে। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে কোনও ভাবেই দালাল রাজ বরদাস্ত করা হবে না। দালাল চক্র দেখলেই ধরুন। এই নিয়ে স্বাস্থ্য দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকতেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালের ডেটা ব্যাঙ্ক তৈরির নির্দেশ

হাসপাতালের ডেটা ব্যাঙ্ক তৈরির নির্দেশ

বিধানসবায় দাঁড়িয়ে সরকারি হাসপাতালে ডেটা ব্যাঙ্ক তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিজি হাসপাতালেও আগে দালাল চক্রের সমস্যা ছিল বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অনেক আয়াই দীর্ঘদিন কাজ করছেন বলে তাঁরা একাধিক বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। তবে আয়ারা ইঞ্জেকশন দেবেন এটা ঠিক নয়। ইঞ্জেকশন দেওয়া নার্স এবং চিকিৎসকের কাজ এটা
আয়াদের করার কথা নয়। কাজেই সেটা তারা করতে পারেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টির দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিেয়ছেন তিনি।

নিয়োগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ

নিয়োগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ

গতকালের পর শুক্রবার ফের নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, 'নিয়োগ করতে গেলেই মামলা ঠুকে দিচ্ছে। ডাক্তার, নার্স ভ্যাকেন্সি থাকলে বলা হয়েছে সঙ্গে সঙ্গে নিয়োগ করতে। রোজ রোজ ইন্টারভিউ করতে। সিপিএম অনেক বিল্ডিং করেছে। শিলান্যাস করে সেগুলি শ্যাওলা হয়ে গেছে।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বিরোধীদের সব প্রশ্নের উত্তর দেব। এটা আমার ডিউটি।'

বিধানসভায় শুভেন্দু

বিধানসভায় শুভেন্দু

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয় নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দেন। এদিন সংবিধান দিবস উপলক্ষ্যে আবার রাজ্য সরকারকে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অধিবেশন শেষে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেও যান তিনি।

Weather update: হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, নভেম্বরেই কাঁপিয়ে শীত শহরেWeather update: হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, নভেম্বরেই কাঁপিয়ে শীত শহরে

English summary
Mamata Banerjee order to Health Department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X