For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের রাজ্যে মোদীকে আক্রমণে তৈরি ! মমতার সম্ভাব্য 'অস্ত্র' একনজরে

বুধবার থেকে রাজ্যে ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা কোচবিহারের দিনহাটায়। প্রচারের ঝড় তুলতে তিনি মোদী এবং বিজেপিকে বেছে নেবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

  • |
Google Oneindia Bengali News

বুধবার থেকে রাজ্যে ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা কোচবিহারের দিনহাটায়। প্রচারের ঝড় তুলতে তিনি মোদী এবং বিজেপিকে বেছে নেবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন মোদীর দুই সভা হয়ে যাওয়ার পরেই মমতার সভা শুরু হওয়ার কথা রয়েছে। তাই তিনি যে বেছে বেছে জবাব দেবেন, তা ধরেই নেওয়া যায়।

চোরের মায়ের বড় গলা

চোরের মায়ের বড় গলা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যেতে পারে চোয়ের মায়ের বড় গলা স্লোগান। কিংবা ফাঁকা কলসির আওয়াজ বেশি। চা ওয়ালা কিংবা চৌকিদার কথা
উঠে আসবে তা ধরেই নেওয়া যায়।

কর্মসংস্থান নিয়ে আক্রমণ

কর্মসংস্থান নিয়ে আক্রমণ

বছরে দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দেওয়া মোদী সরকার তা পূরণ করতে পারেনি। এদিন এই অভিযোগ তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে
নিজের রাজ্যে ৪০ শতাংশ বেকার কমেছে, সেই দাবিত তিনি ফের একবার করতে পারেন।

 নোটবাতিল সিদ্ধান্ত

নোটবাতিল সিদ্ধান্ত

প্রচার শুরুর দিনে নোটবাতিল সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বলবেন, তা ধরেই নেওয়া যায়। কেননা তিনিই প্রথম এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এখনও সুযোগ পেলেই
মুখ্যমন্ত্রী বলে থাকেন, ভারতের সবথেকে বড় দুর্নীতি এটি।

রাজ্যের প্রকল্প নকল

রাজ্যের প্রকল্প নকল

কেন্দ্র রাজ্যের প্রকল্পগুলি নকল করছে এর আগেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও সেই অভিযোগ তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের টাকা থাকলেও কেন্দ্রে প্রকল্প বলে প্রচার

রাজ্যের টাকা থাকলেও কেন্দ্রে প্রকল্প বলে প্রচার

এমন বহু প্রকল্প রয়েছে যাতে অবদান রয়েছে কেন্দ্র ও রাজ্য, উভয়েরই। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনেক প্রকল্পতেই মোদীর ছবি দিয়ে তা কেন্দ্রের প্রকল্প
বলে প্রচার করা হচ্ছে। এই ধরনের কাজের বিরোধিতা করেছেন তিনি। এদিন এই প্রসঙ্গও উঠতে পারে।

কে বড় হিন্দু

কে বড় হিন্দু

বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় মুখ্যমন্ত্রী বারবার বলেন, তিনি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণে বিশ্বাসী। এদিন এই প্রসঙ্গও উঠতে পারে।

[আরও পড়ুন: রাজ্যে ২ সভা মোদীর! প্রচারে ঝড় তুলতে সম্ভাব্য 'অস্ত্র'][আরও পড়ুন: রাজ্যে ২ সভা মোদীর! প্রচারে ঝড় তুলতে সম্ভাব্য 'অস্ত্র']

জঙ্গি হামলা নিয়ে রাজনীতি

জঙ্গি হামলা নিয়ে রাজনীতি

পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই হামলা নিয়ে রাজনীতির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও সেই প্রসঙ্গ উঠতে পারে।

[আরও পড়ুন:নমো টিভি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জবাব চাইল কমিশন][আরও পড়ুন:নমো টিভি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জবাব চাইল কমিশন]

English summary
CM Mamata Banerjee may attack BJP on several points on her campaign. Which she had said earliar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X