For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পথেই মুকুল! কাঁচড়াপাড়ার সভা থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ

বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচড়াপাড়ায় বিজেপির সভা থেকে এমনটাই অভিযোগ করলেন একটা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচড়াপাড়ায় বিজেপির সভা থেকে এমনটাই অভিযোগ করলেন একটা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
মুকুল রায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যেই মাঠে সভা করেছিলেন, শনিবার সেখানেই সভা করেন মুকুল রায়। সেখান থেকেই সরকার ও বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে
নানা অভিযোগ তোলেন।

মমতার পথেই মুকুল

মমতার পথেই মুকুল

মধ্যের সময়টা ১০ বছরের। ২০০৯ থেকে ২০১৯। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে দলের ভাল ফলের পর থেকে যেখানেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সভা করতেন, ঠিক পরেই
সেখানে সভা করতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাজটাই করছেন, সেই সময়কার তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী মুকুল রায়। শুক্রবার মুকুল রায়ের গড় কাঁচড়াপাড়ায় গিয়ে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেখানেই সভা করেন মুকুল রায়।

মমতাকে আক্রমণ মুকুলের

মমতাকে আক্রমণ মুকুলের

বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচড়াপাড়ার সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের। সূত্রের খবর অনুযায়ী, তাঁর প্রশ্ন, মমতা
বন্দ্যোপাধ্যায় এতবার বিদেশে গেলেন কী করে। কার পয়সায় তিনি বিদেশ গেলেন সেই প্রশ্নও করেন মুকুল রায়। ভোট পর্ব চলাকালীন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল হরিশ মুখার্জি স্ট্রিটে
বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তির কথা। শনিবার তা নিয়ে অভিযোগ করেন মুকুল রায়।

সিঙুর নিয়ে আক্রমণ অভিষেককে

সিঙুর নিয়ে আক্রমণ অভিষেককে

বারো বছর আগে সিঙুর নিয়ে আন্দোলনে মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক। কিন্তু সম্প্রতি মুকুল রায় তথা বিজেপি তরফে সিঙুর নিয়ে আন্দোলন ভুল ছিল বলে মত প্রকাশ করা হয়েছে। এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিঙুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছেন মুকুল রায়। অভিষেকের এই কথাই শনিবারের সভায় উল্লেখ করেন
মুকুল রায়। নাম না করে অভিষেককে অবোধ বালক বলে উল্লেথ করেন মুকুল রায়। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বলেছে, বামফ্রন্ট যেভাবে জমি অধিগ্রহণ করেছিল, তা সঠিক ছিল না। কিন্তু সিঙুর থেকে টাটাদের তাড়িয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট কোনও মন্তব্য করেনি। কার্যত এই মন্তব্য করেন মুকুল রায়।

সভার ভিড়ে মমতাকে টেক্কা

সভার ভিড়ে মমতাকে টেক্কা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার থেকে শনিবার মুকুল রায়ের সভার বহর ছিল অন্তত তিনগুণ বেশি। এলাকার ভাটপাড়া পুরসভা সরকারিভাবে দখল নিয়েছে বিজেপি। এলাকার অন্য তিনি পুরসভা, কাঁচড়াপাড়া, নৈহাটি ও হালিসহর পুরসভার বেশিরভাগ কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে।

English summary
CM Mamata Banerjee is the most corrupt in Bengal, claimed BJP leader Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X