উত্তর দিনাজপুরে ব্যাপক ঝড় বৃষ্টি! মুখ্যমন্ত্রীর দুই সভা নিয়ে চিন্তা তৃণমূল নেতৃত্বের
মুখ্যমন্ত্রীর সভার আগে ব্যাপক ঝড় বৃষ্টি। রায়গঞ্জ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় মানুষের সমাগম নিয়ে দুশ্চিন্তায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরর নির্বাচনী জনসভা, তার আগেই মঙ্গলবার ভোররাত থেকে প্রবল ঝড় আর বৃষ্টিতে রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে জল জমে রয়েছে।

সকাল থেকেও রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনসভায় কী ভাবে গ্রামগঞ্জ থেকে দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসবেন তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জেলা নেতৃত্বের মধ্যে। তাদের চিন্তা, মাঠে জল থাকায় সাধারণ মানুষ বসবেন কোথায় তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যদিও স্টেডিয়ামের গ্যালারি বসার জায়গা থাকলেও সেখান থেকে মুখ্যমন্ত্রীর সভামঞ্চ অনেকটা দূরে থাকায় সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি এমন আবহাওয়া থাকলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা। একই অবস্থা মঙ্গলবার ইসলামপুরে মুখ্যমন্ত্রীর জনসভাস্থলকে ঘিরেও। সেখানেও বৃষ্টিতে জনসভার মাঠে জল জমে রয়েছে। আকাশ কালো মেঘে ঢেকে থাকার পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিও চলছে। যদিও বেলা বারোটায় রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা শুরু হওয়ার আগে আবহাওয়া ঠিক হয়ে যাবে বলে আশা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
[আরও পড়ুন:৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! কালবৈশাখীর হানা উত্তরবঙ্গ জুড়ে]
[আরও পড়ুন: ১২৫ কিমি বেগে ব্যাপক ধুলোঝড়ে তোলপাড় রাজস্থান! লু-এর পূর্বাভাস আবহাওয়া দফতরের]