For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের পাঠানো পিপিই-র 'আজব' রং নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর! জানালেন চিকিৎসকদের পছন্দের কথা

কেন্দ্রের পাঠানো পিপিই-র 'আজব' রং নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর! জানালেন চিকিৎসকদের পছন্দের কথা

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের প্রায় প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগ তুললেন কেন্দ্রের পাছানো পিপিই-র রং নিয়ে। পিপিই-র এমন রং তিনি কোনও সময় দেখেননি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের কাছে ৫ লক্ষ পিপিই চাওয়া হয়েছিল। তার মধ্যে ৩ হাজার পিপিই পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কাছে প্রতিদিন প্রায় ১৫ হাজার করে পিপিই আসছে। পশ্চিমবঙ্গেই স্থানীয় প্রস্তুতকারকদের কাছে প্রায় নয়লক্ষ পিপিই-র অর্ডার দেওয়া আছে।

পিপিই-র রং নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

পিপিই-র রং নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো পিপিই-র রং নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি শুনেছেন সেগুলির রং নাকি হলুদ। তাঁকে বলতে শোনা যায় হলুদ রংটা কীসের সঙ্গে ম্যাচ করছে তা তিনি জানেন না। মুখ্যমন্ত্রী আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, আপাতত তারা ওই পিপিই ব্যবহার করবেন না।

 চিকিৎসকদের পছন্দ জানালেন মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের পছন্দ জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকরা সাদা কিংবা অ্যাশ কালারের পিপিই পছন্দর করেন। এছাড়াও স্কাই কিংবা ব্লু রং-এর গুলোও পরেন তারা। বেশ কিছু নার্সিংহোমে পিঙ্ক কালারের পিপিই ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞদের মতামত

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক কালার কোডিং-এর নিয়ম অনুসারে আইসোলেশন ওয়ার্ডে ব্যবহার হওয়া পিপিই-র রং হলুদই হয়। সংক্রমণের সম্ভাবনা থাকে বলে পিপিই-র রং উজ্জ্বল রাখা হয়।

English summary
CM Mamata Banerjee is not happy with the Colour of PPE which are sending by Centre. Centre sent about 3000 yellow colour PPE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X