For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁকুড়ায় জলের ট্যাঙ্ক ভাঙায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা, দুই দফতরের 'ঘুঘুর বাসা' ভাঙার নির্দেশ মমতার

বাঁকুড়ার সারেঙ্গায় ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করেন।

  • |
Google Oneindia Bengali News

বাঁকুড়ার সারেঙ্গায় ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই তিনি ভূমি সংস্কার দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঘুঘুর বাসা ভাঙার নির্দেশ দেন। পাশাপাশি দুর্নীতি দমন শাখাতেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

জানুয়ারিতে ভেঙেছিল জলের ট্যাঙ্ক

জানুয়ারিতে ভেঙেছিল জলের ট্যাঙ্ক

বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙা গ্রাম। এই গ্রামেই তৈরি হয়েছিল সাত লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকেই স্থানীয় গড়গড়্যা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষকে জল সরবরাহ করা হত। সেটি জানুয়ারির চতুর্থ সপ্তাহে ধূলিসাৎ হওয়ায় এলাকা জলে ভরে যায়।

কাজের মান নিয়ে উঠেছিল প্রশ্ন

কাজের মান নিয়ে উঠেছিল প্রশ্ন

বছর ২ আগে জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে এই ট্যাঙ্কটি তৈরি হয়েছিল। ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় তার তৈরিতে সংশ্লিষ্ট দফতরের ঠিকাদারের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে। ট্যাঙ্ক ভেঙে পড়ার পরেই বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস সবাই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিল। এনিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছিল।

প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

এদিন বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে ট্যাঙ্ক ভেঙে পড়া নিয়ে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কড়া ধমক দেন মুখ্যমন্ত্রী। ট্যাঙ্ক ভেঙে পড়া নিয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিষয়টির জন্য ঠিকাদারদের একাংশে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এদের জন্যই রাজ্য সরকারের বদনাম হচ্ছে।

কড়া ব্যবস্থার নির্দেশ

কড়া ব্যবস্থার নির্দেশ

মুখ্যমন্ত্রী বলেন, ভূমি সংস্কার দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঘুঘুর বাসা ভাঙতে হবে। দুর্নীতি দমন শাখাকে এই দুই দফতরের ওপর নজরদারি চালাতে নির্দেশ দেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে কড়া আইন তৈরি করবে সরকার।. ঠিকাদার সংস্থার সম্পত্তি ক্রোক করা হবে। যে ঠিকাদার সংস্থা এই কাজ করেছিল তাকেই ফের কাজটি করে দিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

English summary
CM Mamata Banerjee is angry over Drinking water tank collapse in Bankura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X