For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের

পঞ্চায়েতের আগে উন্নয়নে ঘাটতি থাকুক, তিনি চান না। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে এলেও রাজ্যের উন্নয়ন কাজ যাতে থমকে না যায়, সে ব্যাপারে কড়া দৃষ্টি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েতের আগে উন্নয়নে ঘাটতি থাকুক, তিনি চান না। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে এলেও রাজ্যের উন্নয়ন কাজ যাতে থমকে না যায়, সে ব্যাপারে কড়া দৃষ্টি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় মিনি মহাকরণ বসিয়ে উন্নয়নমূলক কাজের কড়া পর্যালোচনা করছেন নিজে। যেখানে খামতি রয়েছে তা মেটানোর চেষ্টা করছেন।

দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরই মাঝে তিনি বুঝিয়ে দিলেন, যদি উন্নয়নের কাজে গাফিলতি চোখে পড়ে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। তেমনই বুধবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে তিনি প্রাণী সম্পদ দফতরের সচিবকেও রেয়াত করলেন না। প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি কড়া ধমক দিয়ে সচিবকে বললেন- তিনি সঠিক দায়িত্ব পালন করছেন না। এমনকী ডিএম-এসপিকে তিনি বলেন, তাঁরা কেন চেপে গেলেন এত বড় খবর।

এদিন মরা মুরগি নিয়ে তিনি কড়া নিদান দেন। কেন এই খবর প্রাণী সম্পদ বিকাশ দফতরের কাছে ছিল না, কেন প্রশাসন এই খবর চেপে গেল, তার কৈফিয়ৎ চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আপনারা সঠিক দায়িত্ব পালন করছেন না। আমি এসব বরদাস্ত করব না। আমি চাই আমপনারা সদা সতর্ক থাকুন। এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিন।'

[আরও পড়ুন: ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু][আরও পড়ুন: ভোট দিন কংগ্রেসকে, নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য অঙ্ক কষা শুরু]

তিনি এদিন বলেন, 'একশো দিনের কাছে পশ্চিমবঙ্গ এক নম্বরে। সেই ধারা বজায় রাখতে হবে। তবে কিছু কিছু দফতর কাজে গাফিলতি করছে। তাগের আরও অগ্রণী ভূমিকা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জানান, রামপুরহাটে মেডিকেল কলেজের সমস্যার সমাধান দ্রুত করতে হবে। তারাপীঠ থানা তৈরি হয়েছে কি না তিনি জানতে চান। বোলপুরে পুলিশ লাইন ও হেলিপ্যাড গড়ে তোলার কথা জানান তিনি।

সেইসঙ্গে রাজারহাটে সিলিকন হাব তৈরির পরিকল্পনার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বোলপুরের প্রশসানিক বৈঠক থেকে। রাজারহাটে ১০০ একর জমিতে সিলিকন ভ্যালির মতো আইটি হাবের পরিকল্পনা রয়েছে বলে তিনি ব্যক্ত করেন। এদিন কিষাণ কার্ডে ঋণের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি ছাড়াও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও ইলামবাজদারে বাউলবিতান নিয়ে তিনি জানতে চান।

[আরও পড়ুন: এবার লোকসভায় দিলীপ ঘোষ! 'টার্গেট ২২'-এ প্রার্থীপদ চূড়ান্ত করে মমতাকে চ্যালেঞ্জ বিজেপির][আরও পড়ুন: এবার লোকসভায় দিলীপ ঘোষ! 'টার্গেট ২২'-এ প্রার্থীপদ চূড়ান্ত করে মমতাকে চ্যালেঞ্জ বিজেপির]

English summary
CM Mamata Banerjee gives strong admonition to the secretary of Animal Resources Development departmrnt in the administrative meeting at Birbhum. CM Mamata Banerjee also gives a message of development before panchayat election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X