For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা

পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, তার আগে জেলা প্রশাসনিক বৈঠকে বেরিয়ে উন্নয়নের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন নতুন উন্নয়নের।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, তার আগে জেলা প্রশাসনিক বৈঠকে বেরিয়ে উন্নয়নের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন নতুন উন্নয়নের। মঙ্গলবার হুগলির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষ যা চায় চাই হবে। মানুষ যদি চান বিঞ্চুপুর-তারকেশ্বর রেল লাইন হোক, কেউ রুখতে পারবে না।'

রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা

[আরও পড়ুন: মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল][আরও পড়ুন: মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল]

এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সিপিএমকে আক্রমণ করে বলেন, 'ওরা উন্নয়ন করেনি ৩৪ বছরে। এখনও ওরা উন্নয়ন চায় না। তাই রেলের কাজ আটকে রাখছে।' মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে এদিন নিজের দলের বিধায়ককে ডেকে জিজ্ঞাসা করেন, রেল লাইন নিয়ে মানুষ কী চান? বিধায়ক বলেন, 'মানুষ চান রেল হোক।'

তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিকল্প পুকুর, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তবে কেন থমকে রয়েছে রেলের কাজ? মানুষ যদি চায় সিপিএমের হাতে গোনা কয়েকজনের জন্য ওই কাজ আটকে থাকবে না।' তিনি বলেন, 'বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল যোগাযোগ হয়ে গেলে প্রভূত উন্নয়ন হবে যোগযোগ ব্যবস্থায় এটা সবাইকে বুঝতে হবে। এর সঙ্গে রেল লাইনে জুড়ে যাবে জয়রামবাটি-কামারপুকুরও।'

[আরও পড়ুন: মুকুল শিবির ছেড়ে 'ঘর'-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক][আরও পড়ুন: মুকুল শিবির ছেড়ে 'ঘর'-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক]

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু হুগলি নয়, একইদিন বর্ধমানেও প্রশসানিক বৈঠক করেন। বুধবার তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা বীরভূমের বোলপুরে। তিনি এদিন জনে জনে বিধায়ক, প্রশাসনিক আধিকারক, পুলিশ আধিকারিককে জিজ্ঞাসা করে এলাকার উন্নয়নের খোঁজখবর নেন। সর্বত্র কাজ ঠিকঠাক এগোচ্ছে কি না, তা জানতে চান মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠক থেকে বিরোধীদের যাবতীয় কুৎসা-অপপ্রচারের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা][আরও পড়ুন:গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা]

English summary
CM Mamata Banerjee gives a message of development before panchayat election. She does a administrative meeting at Hoogly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X