For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতিমুক্ত সরকার, দলে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ, লোকসভার আগে বার্তা মমতার

এবার জোর স্বচ্ছতায়। দল ও প্রশাসন- উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

এবার জোর স্বচ্ছতায়। দল ও প্রশাসন- উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি একে একে প্রশসানিক কর্তাব্যক্তি ও দলের প্রতিনিধিদের স্বচ্ছতা বজায় রেখে চলার নির্দেশ দেন। তাঁর সাফ বার্তা, মানুষের জন্য কাজ করতে হবে।

দুর্নীতিমুক্ত সরকার গড়তে

দুর্নীতিমুক্ত সরকার গড়তে

মা-মাটি-মানুষের সরকার মানুষের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। এবার দুর্নীতিমুক্ত সরকার গড়তে, তেমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তোপ দাগলেন, দুর্নীতি করা যাবে না। শুধু মানুষের কথা ভেবে কাজ করুন। সরকারকে এবং দলকে একই বার্তা একই বয়ানে।

স্বচ্ছতা বজায় রাখার বার্তা

স্বচ্ছতা বজায় রাখার বার্তা

এদিন বালি খাদান নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, বন্ধ করতেই হবে অবৈধ খাদান। আরও সক্রিয় হন। নজরদারি বাড়ান। কোনওরকম ফাঁকি আমি বরদাস্ত করব না। বালি পাচারে যুক্তদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে তিনি সরব হন টোল ট্যাক্স ফাঁকি দেওয়া নিয়েও।

টোল ফাঁকি, কড়া মমতা

টোল ফাঁকি, কড়া মমতা

টোল ট্যাক্স ফাঁকি দিতে বড় বড় লরিগুলো গ্রামের রাস্তায় ঢুকে পড়ছে। ফলে গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। তিনি পুলিশ ও প্রশাসনকে বলেন, আপনারা ব্যবস্থা নিন। সিসিটিভি বসানো না হলে রাস্তা ঘিরে দিন। যাতে ছোট গাড়ি ঢুকতে পারে, লরি না ঢুকতে পারে। এদিন যোগী-রাজ্য গোরক্ষকদের তাণ্ডবে পুলিশ খুনের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন। বিশেষ করে উৎসবের মরশুমে পুলিশকে বাড়তি সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা জরুরি

স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা জরুরি

আর স্বাস্থ্য ক্ষেত্রেও কমিশন প্রথা তিনি বরদাস্ত করবে না। কেউ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বেসরকারিকরণ নিয়ে মিথ্যাচার হচ্ছে। শালবনিতে কয়েকজন চিকিৎসক নেতা মিথ্যা প্রচারা করেছেন বলেও তিনি জানান।

English summary
CM Mamata Banerjee gives message of clarity to party and government. Mamata Banerjee says this in administrative meeting at Midnapur,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X