For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দিরবাজারে দরাজ হস্ত মুখ্যমন্ত্রী! দিলেন চাকরির চিঠি, নতুন জেলার আশ্বাস

মন্দিরবাজারে সরকারি সভায় দ্বরাজ হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন কয়েক আগে জেলায় খুন হওয়া তিন দলীয় কর্মীর পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

মন্দিরবাজারে সরকারি সভায় দ্বরাজ হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন কয়েক আগে জেলায় খুন হওয়া তিন দলীয় কর্মীর পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, শীঘ্রই সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।

মন্দিরবাজারে দ্বরাজ হস্ত মুখ্যমন্ত্রী! দিলেন চাকরির চিঠি, নতুন জেলার আশ্বাস

নিহত ৩ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজটি আগে সাড়া হয়ে গেলেও, যে তিনজন নিয়োগপত্র পেয়েছেন, তাদের মঞ্চে তোলেন। তাঁরা নিজেরাই বলেন নিয়োগপত্র পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে ঘটনা ঘটেছিল, তা দুঃখজনক।

সভায় মুখ্যমন্ত্রী বলেন বাম আমলে দক্ষিণ ২৪ পরগনা একটাই জেলা ছিল। এখন জেলাকে ভাগ করে চারটি পুলিশ জেলায় ভাগ করা হয়েছে। এরপর সুন্দরবন জেলা তৈরি হয়ে গেলে জেলার কোনও বাসিন্দাকে আলিপুর যেতে হবে না। সব সুবিধাই পাওয়া যাবে কাছে।

রাজ্যে ধান দিন চেক নিন। কিছুদিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিযেছেন মুখ্যমন্ত্রী। নিজের ধান কৃষকরা যাতে নিচে বিক্রি করতে পারেন সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি দুদিন এই জেলার থাকবেন। নিজেই উন্নয়নের কাজ পর্যালোচনা করবেন।

English summary
CM Mamata Banerjee gives appointment letters to three persons, who's family members were murdered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X