For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় রাজ্যপালের কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব, জবাব দিলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় রাজ্যপালের কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব, জবাব দিলেন মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

লকডাউন সফল করতে রাজ্যপালের প্রস্তাবের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে রাজ্যপাল একটি টুইটে অভিযোগ করেন, রাজ্যে ১০০ শতাংশ সোশ্যাল ডিস্ট্যান্সিং সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফার লকডাউন সফল করতে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। বিকেলে নবান্ন থেকে রাজ্যপালকে এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপালের অভিযোগ

রাজ্যপালের অভিযোগ

চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সবাই বলছেন করোনা ভাইরাস থেকে মুক্তির অন্যতম উপায় হল লকডাউন। এদিন সকালে রাজ্যপাল সেকথা স্মরণ করিয়ে দেন। তিনি করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন পুরোপুরি প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সোশ্যাল ডিস্ট্যান্সিং ১০০ শতাংশ সফল করতে ব্যর্থ হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

রাজ্যপাল আরও বলেন, একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে লকডাউন সফল হতে পারে। রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে রাজ্য লকডাউনে কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা রাখেন।

মুখ্যমন্ত্রীর জবাব

মুখ্যমন্ত্রীর জবাব

মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে রাজ্যপালের নাম না করে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, সাহায্যের হাত বাড়ানো দূর। কেউ কেউ বলছেন প্যারামিলিটারি ফোর্সের দরকার। কীসের জন্য চাইছেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কমান্ড হাসপাতালের চিকিৎসক এবং তাঁর পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যে কোনও সময় কে কেউ আক্রান্ত হতে পারেন। কটাক্ষ করে তিনি বলেন, আমি আজ সেভ আছি এটা মনে করার কোনও কারণ নেই। তিনি বলেন, কারও সর্বনাশ চাই না। সবার ভাল চাই। পাশাপাশি সবার শুভবুদ্ধির আশার করেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশের কাজে খুশি রাজ্যপাল

কলকাতা পুলিশের কাজে খুশি রাজ্যপাল

এদিন বিকেলে রাজ্যপাল করোনার মোকাবিলায় কলকাতা পুলিশের কাজের প্রশংসা করেন। কোনও রকমের ভুল ছাড়াই দ্বিতীয় দফার লকডাউন পুরোপুরি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

লকডাউনের মেয়াদ বাড়ানোর আগে করোনা টাস্কফোর্সকে জানানি মোদী? জানুন আসল তথ্যলকডাউনের মেয়াদ বাড়ানোর আগে করোনা টাস্কফোর্সকে জানানি মোদী? জানুন আসল তথ্য

English summary
CM Mamata Banerjee gives answer to the Governor's proposal on Central Force to tackle Coronavirus. She also criticised this proposal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X