For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, পুজোর মুখে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির আমেজ

বর্ষবিদায়ের এখনও ঢের বাকি, তার আগেই এসে গেল সুখবর। পুজোর উপহার না বলে এই সুখবরকে পুজোর বোনাসও বলতে পারেন। পুজোর মুখে সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বর্ষবিদায়ের এখনও ঢের বাকি, তার আগেই এসে গেল সুখবর। পুজোর উপহার না বলে এই সুখবরকে পুজোর বোনাসও বলতে পারেন। পুজোর মুখে সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বাড়ছে ছুটির সংখ্যা। সরকারি কর্মীদের দুঃখ ছিল, সেই দুঃখ মিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

২৭ থেকে ৩১ দিন

২৭ থেকে ৩১ দিন

সরকারি কর্মীদের ছুটির সংখ্যা এবছর কমে দাঁড়িয়েছিলেন ২৭-এ। তবে মুখ্যমন্ত্রীর সৌজন্যে তা ফের বেড়ে দাঁড়াল ৩১-এ। ঠিক পুজোর মুখে আগামী বছরের জন্য সুখবরটা দিয়ে রাখলেন তিনি। তাই পুজোয় আর মন খারাপের কোনও জায়গা রাখলেন না।

৩৫ থেকে ২৭ নেমেছিল ছুটি

৩৫ থেকে ২৭ নেমেছিল ছুটি

বছর শেষ হতে না হতেই আগামী বছরে ছুটির সংখ্যা হ্রাস পাওয়ায় সরকারি কর্মীদের মুখ ভার হয়েছিল। একে মূল্যবৃদ্ধির বাজার, সেখানে আবার ছুটিও কমে যাচ্ছে। ৩৫ ছিল সরকারি কর্মীদের ছুটির সংখ্যা। তা থেকে এক ধাক্কায় কি না ছুটি কমে ২৭!।

মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি

মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি সরকারি কর্মীদের বেজার মুখ। তাই বছর শেষ হতে না হতেই সরকারি কর্মীদের মনের বিরক্তি দূর করে দিলেন। ২৭ থেকে বাড়িয়ে তিনি ছুটি করে দিলেন ৩১ দিন। মাঝামাঝি একটা সমঝোতা!

চারদিনের ফারাকে রফা

চারদিনের ফারাকে রফা

৩৫ থেকে ছুটি কমল ঠিকই। কিন্তু সামনে বছরের ক্যালেন্ডারে যে ছুটি আটদিন কমেছিল, তা মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় কমে দাঁড়াল চারে। অর্থাৎ চারদিন কমে ৩১-এ এল। আর এবার নির্ধারিত ২৭ থেকে বেড়ে হল ৩১।

কেন ৩৫ থেকে কমে ২৭

কেন ৩৫ থেকে কমে ২৭

এবার ৩৫ দিন ছুটি ছিল সরকারি কর্মীদের। কিন্তু সামনের বছর তা কমে ২৭ দিন। কী কারণে কমল আটদিন। আসলে সরকারি ছুটির বেশ কয়েকটি এবার পড়েছে রবিবার। তাতেই বিপত্তি। গোল বেধে একাকার। তবে কি মাঠে মারা যাবে ছুটি গুলো।

মুখ্যমন্ত্রীর কৃপায় ছুটি-লাভ

মুখ্যমন্ত্রীর কৃপায় ছুটি-লাভ

আটদিন কমেছে ছুটি। তা কি মেনে নেওয়া যায়। কিন্তু কী করেই বা বাড়ানো যায় ছুটির দিন। উপায় বাতলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সমাধানের রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী। হরিবেদবপুর পুজো উদ্বোধনে এসে সরকারি কর্মীদের চাহিদা বুধে ২৭ থেকে ৩১ করলেন সরকারি কর্মীদের ছুটি।

কোন অঙ্কে বাড়ল ছুটি

কোন অঙ্কে বাড়ল ছুটি

যেসব ছুটি পড়েছে রবিবার, সেগুলিতে পরের দিন ছুটি পাবেন সরকারি দফতরের কর্মীরা। কিন্তু এর থেকে আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফলে চারদিন ছুটি কমই মেনে নিতে হবে কর্মীদের। চারদিন অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এবার পুজোর ছুটিও টানা ১৫ দিন

এবার পুজোর ছুটিও টানা ১৫ দিন

এবার পুজোতেও রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখের খবর আগেই শুনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুজোয় একটানা ১৫ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সোমবার ১৫ অক্টোবর ষষ্ঠী। সেদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে। তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকছে। তারপরে ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি।

[আরও পড়ুন:বরাহনগরের স্কুলে কি 'ভুত' পড়ল, ঠিকাদারকে নিয়ে স্কুলেই সালিশি সভা বসালেন মণীশকুমার][আরও পড়ুন:বরাহনগরের স্কুলে কি 'ভুত' পড়ল, ঠিকাদারকে নিয়ে স্কুলেই সালিশি সভা বসালেন মণীশকুমার]

English summary
CM Mamata Banerjee decides to increase the holiday for government employees. The holiday increases from 27 days to 31 days in next year,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X