For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পাবেন রসগোল্লা! সুজন চক্রবর্তীর মন্তব্যে যাদবপুর সামলানোর পরামর্শ মমতার, দিলেন উপদেশও

বাংলায় বাম ভোট বিজেপিতে যায়নি। বরং ভবানীপুরে পিছিয়ে তৃণমূল। শুক্রবার বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর এই মন্তব্যের জেরে ক্ষিপ্ত হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় বাম ভোট বিজেপিতে যায়নি। বরং ভবানীপুরে পিছিয়ে তৃণমূল। শুক্রবার বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর এই মন্তব্যের জেরে ক্ষিপ্ত হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা মন্তব্য করেন ভবানীপুর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যাদবপুর নিয়ে ভাবুন। গতবার লাড্ডু পেয়েছেন, এবার রাজভোগ পাবেন। মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় সুজন চক্রবর্তীর খোঁচা

বিধানসভায় সুজন চক্রবর্তীর খোঁচা

বাংলায় বাম ভোট বিজেপিতে যায়নি। বরং ভবানীপুরে পিছিয়ে তৃণমূল। শুক্রবার বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এই মন্তব্য করেন। সেই সঙ্গে ঐশী ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভার অনুমতি না দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি। সুজন চক্রবর্তী বলন ঐশী আরএসএস বিরোধী। এর মধ্যে কোনও যোগ আছে কি?

সুজন চক্রবর্তীকে পাল্টা দিলেন মমতা

সুজন চক্রবর্তীকে পাল্টা দিলেন মমতা

জবাব দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা ও অপপ্রচারের অভিযোগ তোলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঐশীর সভা বাতিল প্রসঙ্গে দীনেশ ত্রিবেদীকে জেএনইউতে পাঠানোর কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন বেশি জ্ঞান দেবেন না। নিজের চড়কায় তেল দিন।
মুখ্যমন্ত্রী বলেন, ভফবানীপুর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যাদবপুর নিয়ে ভাবুন। গতবার লাড্ডু পেয়েছেন, এবার রাজভোগ পাবেন।

বনধ নিয়ে তুলোধনা বাম-কংগ্রেসকে

বনধ নিয়ে তুলোধনা বাম-কংগ্রেসকে

মুখ্যমন্ত্রী এদিন বনধের রাজনীতি নিয়ে বাম-কংগ্রেসকে তুলোধনা করেন। তাঁর প্রশ্ন কেন সরস্বতী পুজোর দিন বনধ ডেকেছিলেন। সাম্প্রদায়িক তাস খেলার জন্য। জলঙ্গীতে মৃত্যুর জন্য বাম কংগ্রেসকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের সমালোচনা

মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন কংগ্রেস যত সিপিএম-এর কাছে যাচ্ছে তত সাইনবোর্ড হয়ে যাচ্ছে। ওই জন্যই তিনি কংগ্রেস ছেড়ে নতুবন দল গঠন করেছিলেন বলেও জানান। তিনি বলেন যেখানে আঞ্চলিক দল নেই সেখানেই শুধু কংগ্রেস শক্তিশালী।

English summary
CM Mamata Banerjee criticises Sujan Chakraborty and Congress in the assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X