For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী-বিধায়কদের আহ্বান

বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী-বিধায়কদের আহ্বান

Google Oneindia Bengali News

বিধানসভার বাদল অধিবেশন সাত দিন অতিক্রান্ত। এখনও একদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি বিধানসভায়। অবশেষে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশবনে অংশ নেবেন। এবং ওইদিন বিধানসভাতেই করবেন মন্ত্রিসভার বৈঠক।

বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী-বিধায়কদের আহ্বান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাসভায় মন্ত্রিসভার বৈঠক করবেন। তাই সমস্ত মন্ত্রী তথা বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে যোগ দেবেন মন্ত্রিসভার বৈঠকের পরই। ফলে ওইদিন মন্ত্রিসভার বৈঠকে বিশেষ কিছু সিদ্ধান্ত হয় কি না, তাও দেখার। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার অধিবেশনে ওইদিন নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

এবার বিধানসভার অধিবেশন শুরু হয়েছে ১০ জুন। এই অধিবেশন চলবে ২২ জুন পর্যন্ত। এবার বাদল অধিবেশনের দিন বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য এখনও পর্যন্ত যোগদান করতে পারেননি অধিবেশনে। সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে তিনি সোমবার অর্থার ২০ জুন অধিবেশনে উপস্থিত থাকবেন। বক্তব্যও রাখবেন তিনি। ওইদিনই বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

আগামী সপ্তাহে বিধানসভায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিয়ে বিতর্কও হবে। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল-সহ আরও অনেকগুলি বিল। এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস হয়ে গিয়েছে।

এবার বাদল অধিবেশন পক্ষান্তরে তাৎপর্যপূর্ণ ছিল। কারণ বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির সাতজন বিধায়ক। তাঁরা কী ভূমিক নেন, তাঁদের সাসপেন্শন তুলে নেওয়া হয় কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী-সহ বিজেপির সাত বিধায়কের সাসপেনশন তুলে নেওয়া হয়। ফলে তাঁরাও সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার দিনে উপস্থিত থকাতে পারেন।

কোন মুখে উদ্বাস্তু ভোট চাইব, ২০২৪-এর বিজেপি বিধায়কের হতাশায় নয়া জল্পনা কোন মুখে উদ্বাস্তু ভোট চাইব, ২০২৪-এর বিজেপি বিধায়কের হতাশায় নয়া জল্পনা

এদিকে বিরোধী দলনেতা তথা বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন শুরুর প্রথমেই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সাসপেনশন প্রত্যাহারের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই স্বাধিকারভঙ্গের অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকেন কি না, তা-ই দেখার।

English summary
CM Mamata Banerjee calls cabinet meeting in Assembly with joining Assembly session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X