For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘সাবধান! বাংলাকে অশান্ত হতে দেব না’, নাম না করে বিজেপিকে তোপ মমতার

ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। বলেন, চার-পাঁচজন লোক অশান্তি পাকানোর চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

পাহাড় হোক বা জঙ্গলমহল- বাংলাকে অশান্ত হতে দেব না। বুধবার ঝাড়গ্রামে এক সরকারি সমাবেশ থেকে তিনি নাম না করে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকেই। মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেন, 'চার-পাঁচজন লোক অশান্তি পাকানোর চেষ্টা করছে। পাহাড়ে উসকানি দিচ্ছে। কিন্তু উসকানি দিয়ে পাহাড়ে অশান্তি বাধানো যাবে না।'

‘সাবধান! বাংলাকে অশান্ত হতে দেব না’, নাম না করে বিজেপিকে তোপ মমতার

তিনি বলেন, 'আমি পাহাড়েও যাই, জঙ্গলমহলেও যাই। আমি মানুষকে বিশ্বাস করি, মানুষের সঙ্গে থাকি। তাই আমি ভয় পাই না। পাহাড়ে উসকানি দিচ্ছে কেউ কেউ। চার-পাঁচজন যাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাঁদের সাবধান করে মমতা বলেন, 'উসকানি দিয়ে পাহাড় অশান্ত করা যাবে না। কুৎসা করে ঝামেলা বাধানোর চেষ্টা চলছে। এদিন বিজেপির নাম না করেই কড়া বার্তা দিলেন মমতা।'

ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আদিবাসীদের জন্য কাজ করছে সরকার। অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে স্মাতক পর্যন্ত অলিচিক ভাষায় পড়া যাবে। ঝাড়গ্রামে আমরা শান্তি ফিরিয়েছি। উন্নতিও হয়েছে ঝাড়গ্রামে। নতুন জেলার স্বীকৃতি পেয়েছে ঝাড়গ্রাম। নতুন জেলা, তাই কাজ গুছিয়ে নিতে একটু সময় তো লাগবেই।'

তিনি ব্যাখ্যা করেন, 'আগে এখানে ভয়ের পরিবেশ ছিল। সেই আতঙ্কের পরিবেশ কাটিয়ে জেলায় শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। মাওবাদী আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। আগে এখানে মাওবাদীদের ভয়ে কেউ আসত না। আমিই প্রথম জঙ্গমহলে আসি। সাঁকরাইল, ঝাড়গ্রামে কেউ রাস্তায় বের হত না। আমি সেই রাস্তা দিয়ে একা হেঁটেছি।'

এদিন তিনি বামফ্রন্ট সরকারকেও একহাত নেন। বাম আমলে জঙ্গলমহলের ভয়ানক পরিস্থিতি বর্ণনা করেন তিনি। তারপর বলেন, 'আমরা তখনই কথা দিয়েছিলাম, আমরা সরকারে এলে জঙ্গলমহলকে শান্ত করব। জঙ্গলমহলের উন্নতি করব। আমরা তা করেছি। বামেদের একহাত নিয়ে তিনি বলেন, বিগত সরকারের ধার শোধ করতে হচ্ছে আমাদের। তবু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি রাজ্যকে। বাংলা যে এগোচ্ছে জঙ্গলমহলই তার প্রকৃষ্ট উদাহারণ।'

English summary
CM Mamata Banerjee attacks BJP at Jahargram. She says that anyone couldn’t unrest in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X