For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায় উসকে দিলেন গোর্খা আবেগ, পাহাড় থেকে এনআরসি-সিএএ ইস্যুতে চ্যালেঞ্জ বিজেপিকে

বিজেপির মুখে দুই কথা! দার্জিলিং-এ মমতা উসকে দিলেন গোর্খাদের কথা

  • |
Google Oneindia Bengali News

পাহাড় চায় না সিএএ, এনআরসি। ফলে ভয় পাওয়ার কিছু নেই। দার্জিলিং-এর চকবাজারের সভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের এনআরসি থেকে কেন ১ লক্ষ গোর্খার নাম বাদ, চকবাজারের সমাবেশ থেকে বিজেপির উদ্দেশে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে নেপালি ভাষাতেও কথা বলতে শোনা গিয়েছে।

গোর্খাল্যান্ড শুধু ভোটের সময়

গোর্খাল্যান্ড শুধু ভোটের সময়

মুখ্যমন্ত্রী এদিন বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, ভোটের সময় এলেই কেবল তাদের গোর্খাল্যান্ডের কথা মনে পড়ে। ভোটের আগে তারা আসে, আর টাকা দিয়ে পালিয়ে যায়। অন্যসময় উন্নয়নমূলক কাজে তাদের দেখা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে বিভেদ নয়, সবাই সেখানে একসঙ্গে আছে।

অসমের এনআরসি থেকে বাদ ১ লক্ষ গোর্খা

অসমের এনআরসি থেকে বাদ ১ লক্ষ গোর্খা

সিএএ, এনআরসি নিয়ে বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন অসমের এনআরসি থেকে কেন বাদ দেওয়া হল ১ লক্ষ গোর্খার নাম। তিনি বলেন, বিজেপির হঠাৎ মনে হল দেশে নতুন নাগরিক করতে হবে।

গোর্খা, দার্জিলিং ভাগ নয়

গোর্খা, দার্জিলিং ভাগ নয়

মুখ্যমন্ত্রী এদিন চকবাজারের সমাবেশ থেকে স্লোগন দেন, দার্জিলিং ভাগ নয়, গোর্খা ভাগ নয়, হিন্দু ভাগ নয়, মুসলিম ভাগ নয়। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী সুচাতুরভাবে গোর্খাগ্যান্ড নিয়ে নিজের অবস্থানও এদিন জানিয়ে দিলেন ফের একবার।

এনপিআর-এর বৈঠকে সবাই ভয় পেয়েছে

এনপিআর-এর বৈঠকে সবাই ভয় পেয়েছে

মুখ্যমন্ত্রী এদিন বলেন, নয়াদিল্লিতে এনপিআর-এর বৈঠকে সবাই ভয় পয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গই ওই বৈঠকে যায়নি বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

 বিজেপির মুখে দুই কথা

বিজেপির মুখে দুই কথা

মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির মুখে দুই কথা। এর সকালে এক কথা বলে তো, বিকেলে এক কথা বলে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 অর্থনীতির ভঙ্গুর দশা লুকোতেই সিএএ, এনআরসি

অর্থনীতির ভঙ্গুর দশা লুকোতেই সিএএ, এনআরসি

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতির বেহাল দশা। অর্থনীতির বেহাল দশা লুকোতেই সিএএ, এনআরসি আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এই নিয়ে বিরোধ করলেই সবারগায়ে পাকিস্তানের ছাপ মেরে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ অথচ ওরাই সারাদিন পাকিস্তানের কথা বলে, এজেন্সিকে পিছনে লাগিয়ে দেয়। মারধর করে।

এবার সংস্থা ছেড়ে যাওয়ার পর পুরনো নিয়োগকারীর জন্য অপেক্ষায় থাকা নয়, নতুন সুবিধা ইপিএফ গ্রাহকদেরএবার সংস্থা ছেড়ে যাওয়ার পর পুরনো নিয়োগকারীর জন্য অপেক্ষায় থাকা নয়, নতুন সুবিধা ইপিএফ গ্রাহকদের

English summary
CM Mamata Banerjee attacks BJP and Central Govt on CAA issue from his Darjeeling meeting. She mentioned more than 1 lakh Gorkhas name have been dropped from NRC list in Assam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X